টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ৬ মাসের বিরতিতে তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

জাতীয় দলের হয়ে ৬ মাস টি-টোয়েন্টি খেলবেন না তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এমনই ঘোষণা দিলেন দেশসেরা এই ওপেনার।

পরবর্তী ৬ মাস পর যদি টিম ম্যানেজমেন্ট মনে করে টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবালকে দরকার তাহলে খেলবেন তিনি এমনটা বলেন তিনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

এ প্রসঙ্গে তামিম বলেন,’‘আমি আগামী ৬ মাস টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে ভাবছি না। এই ৬ মাস আশা করব তরুণ ক্রিকেটাররা এমন পারফর্ম করবে আমার আর দরকার পড়বে না।

এখন থেকে আগামী ৬ মাস তামিমের ভাবনায় থাকবে শুধু টেস্ট এবং ওয়ানডে ফরম্যাট। এই সময়টায় কোন আন্তর্জাতিক টি-টুয়ান্টি ম্যাচে দেখা যাবে না তাকে।

তামিম চান বর্তমান সময়ে যারা তরুণ ওপেনার রয়েছে তারা নিয়মিত এই ফরম্যাটে খেলুক এবং ভাল করুক।
তামিম চান তরুণ ওপেনাররা আগামী ৬ মাস (বিশ্বকাপের আগ মুহুর্তে) এই ফরম্যাটে এতটাই ভাল পারফরম্যান্স করুক, যাতে তামিম ইকবালকে আর প্রয়োজন না হয়।
তরুণরা যদি আগামী ৬ মাস প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করে এই ফরম্যাটে, সেইক্ষেত্রে মাস ছয়েক পর আনুষ্ঠানিক ভাবে এই ফরম্যাটকে বিদায় জানাতে দেখা যেতে পারে তামিমকে। অন্যথায় ওপেনিং ওই পজিশনটায় যদি দল এবং ম্যানেজমেন্ট তখনো তামিমের প্রয়োজনীয়তা অনুভব করেন, এবং তামিম নিজেও যদি ফেরার মতো প্রস্তুত থাকেন তবেই আরো একবার তামিমকে হয়তো দেখা যেতে পারে টি-টোয়েন্টি ফরম্যাটে।

তামিম নিজেও চান তরুণরা এই ফরম্যাটে ভাল করুক, যাতে তামিমের প্রয়োজন আর না হয়। এখন দেখা যাক তরুণ ওপেনাররা তামিমের জায়গাটি কিভাবে পারফর্ম দিয়ে আলোকিত করে!

আগামী ৬ মাস তামিমের ভাবনা জুড়ে শুধু টেস্ট এবং ওয়ানডে ফরম্যাট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »