নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ডের সরকারী কোচের দায়িত্ব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক মারকুটে ব্যাটার ও অলরাউন্ডার কাইরন পোলার্ড। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) রোববার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে। ফলে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক দলের কোচ হিসেবে দেখা যাবে পোলার্ডকে।
৩৬ বছর বয়সী টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী এই অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১৩৫ স্ট্রাইক রেটে করেছেন ১৫৬৯ রান। বল হাতে নিয়েছেন ৪২ উইকেট। ২০২২ সালের এপ্রিলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন পোলার্ড।
পোলার্ডকে ইংল্যান্ডের সহকারী কোচের দায়িত্ব কেনো দেয়া হয়ে সে কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইসিবির জানিয়েছে, ক্যারিবিয়ান বিভিন্ন দ্বীপের কন্ডিশন সম্পর্কে খুব ভালো ধারণা রয়েছে পোলার্ডের। ঠিক এ কারণেই পোলার্ডকে নিয়োগ দেয়া হয়েছে।
নিউজক্রিকেট২৪/আরএ