টি-২০ বিশ্বকাপ নিয়ে চোখ রাঙানি রশিদ খানের!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

ক্রিকেট বিশ্বে বেশ অল্প সময়ে উন্নতি করেছে এশিয়ার নতুন দল আফগানিস্তান। এ নিয়ে দুটি ওয়ানডে বিশ্বকাপ খেলে ফেলেছে আফগানিস্তান। আফগানিস্তান খুব অল্প সময়ের মধ্যে ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। এমনকি তারা টেষ্ট স্ট্যাটাস পেয়ে গিয়েছে। আফগানিস্তানরা এই অল্প সময়ে শিখে গিয়েছে বড় দলগুলোর সাথে চোখে চোখ রেখে লড়াই করা শিখে গিয়েছে।

আফগানিস্তান দলের সবচেয়ে বড় আবিষ্কার হলো তাদের দলের লেগ স্পিনার রশিদ খান। রশিদ খান বেশ অল্প সময়ে তার লেগ স্পিন বল দিয়ে বিশ্বক্রিকেটে নিজেকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। রশিদ খান বর্তমানে আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ, কাউন্টি ক্রিকেটসহ বড় বড় ফ্র্যাঞ্চাইজি লীগে দাপটের সঙ্গে খেলছেন আফগান তরুণ তুর্কি রশিদ খান।

এবারের আইসিসি বিশ্বকাপ আফগানিস্তান ভুলে যেতে চাইবে। এবারের বিশ্বকাপে ৯টি ম্যাচের ৯টিতেই হেরে গিয়েছে। আর রশিদ খান তো আরো আগেই ভুলে যেতে চাইবেন। কারণ বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বাজে বোলিং করেছেন এবারের বিশ্বকাপে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।

তবে রশিদ খানের বর্তমানে চোখ আগামী বছরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ।‌ রশিদ খান বলেন, ‘আফগানিস্তানের ট্যালেন্ট রয়েছে তবে তাদের উন্নতির জায়গা রয়েছে। তবে বড় দলের বিপক্ষে জেতার পর্যাপ্ত প্রস্তুতি লাগবে।’

তিনি আরো‌ বলেন, ‘আমরা এ বিশ্বকাপে ভালো করতে পারেনি। তবে আমাদের বর্তমান লক্ষ্য ২০২৩ বিশ্বকাপ নয় বরং টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখিয়ে দিতে চাই আফগানিস্তান কত ভালো দল।’

-নাসিফুল হাসান সৌমিক

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »