নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেটে বেশ ক’দিন ধরে যে কালো ঝড় বয়ে গেছে তাতে স্বস্তিতে নেই দেশের ক্রিকেট। ক্রিকেটারদের ধর্মঘট, সাকিবের নিষেধাজ্ঞা সবকিছু মিলিয়ে খুব বড়সড় ঝড় গেছে দেশের ক্রিকেটের উপর দিয়ে। তার উপর শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
তবে সব বাঁধা দূরে ঠ্যালে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে আগামীকাল (৩ই নভেম্বর) সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সাকিব-তামিম ব্যাতিত বাংলাদেশকে সমর্থন দিতে দিল্লিতে যাচ্ছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে মাঠে বসে দলকে সমর্থমন দিবেন সভাপতি; যা ক্রিকেটারদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে।
টাইগারদের সমর্থন দিতে দিল্লির উদ্দেশ্যে আজ (২ই নভেম্বর) দুপুর ৩টায় দেশ ছাড়বেন নাজমুল হাসান পাপন। দলকে সমর্থন দিতে পাপনের সাথে একই ফ্লাইটে দিল্লি যাবেন, ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খাঁন; বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।