https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ দল। টস জিতে প্রথমে ব্যাট করতে বাংলাদেশকে ৩১৫ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়েছে শ্রীলঙ্কা।
প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে তিনে নামা কুশল পেরেরা এদিন ছিলেন অপ্রতিরুদ্ধ। বাংলাদেশী বোলারদের উপর চড়াও হয়ে ৯৯ বলের বিনিময়ে খেলেন ১১ রানের দুর্দান্ত ইনিংস। ওপেনার দিমুথ করুনারত্নের ব্যাট থেকেও আসে ৩৬ রান। এদিকে মিডল অর্ডারের ব্যতাওসম্যানদের সময় রানের লাগাম কিছুটা টেনে ধরলেও শেষের দিকে আবারও খরুচে বোলিংয়ে দেখা যায়। মিডল অর্ডারে কুশল মেন্ডিস ৪৯ বলে করেন ৪৩ রান এছাড়া অভিজ্ঞ এঞ্জেলো ম্যাথিউস করেন ৫২ বলে ৪৮ রান। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৩১৪ রান।
বল হাতে শফিউল ইসলাম নেন ৩টি উইকেট। মুস্তাফিজ ২টি, মেহেদী, সৌম্য, রুবেলরা নেন ১টি করে উইকেট।