টাইগারদের বিপক্ষে সিরিজের জন্য অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন রশিদ-নবীরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট ম্যাচ ও ত্রিদেশীয় টি-২০ সিরিজকে কেন্দ্র করে আবুধাবিতে ঘাম ঝরানো অনুশীলন করছেন রশিদ খানের আফগানিস্তান দল।

বিশ্বকাপে নিজেদের প্রত্যাশা আকাশ্চুম্বী নিয়ে গেলেও সেখানে জিততে পারেনি একটি ম্যাচও। বিশ্বকাপে এমন পারফরম্যান্সের পর দলের অধিনায়কত্বে পরিবর্তন করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চাচ্ছে আফগানরা। বাংলাদেশেও তারা আসছে রশিদ খানের নেতৃত্বে।

বিশ্বকাপের পর নিজেদের প্রথম আন্তর্জাতিক সিরিজে অংশ নিতেই ঢাকায় পা রাখবে তারা। ৫ সেপ্টেম্বর একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হবার পর ত্রিদেশীয় সিরিজে অংশ নিবে আফগানিস্তান। অবশ্য ট-২০ সিরিজটি হতে যাচ্ছে টি-২০ ফরম্যাটে।

অন্যদিকে সব ধরণের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা পাওয়ায় বাংলাদেশ সফরের দলে নেই হার্ডহিটার ব্যাটস্ম্যান মোহাম্মদ শাহাজাদ। টেস্ট ক্রিকেটে আফগানিস্তান নবীন হলেও টি-২০ ফরম্যাটে বরাবরই নিজেদের প্রমাণ করে চলেছে তারা। বাংলাদেশের সামনেও যে তাই কঠিন চ্যালেঞ্জ পরে আছে তা বলাই যায়!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »