টসে জিতে ব্যাট করবে চট্টগ্রাম, একাদশে ফিরেছেন উইল জ্যাকস-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের শেষ কোয়ালিফায়ার ম্যাচে আজ (বুধবার) দিনের একমাত্র খেলায়,হোম অফ ক্রিকেট মিরপুরে ফাইনাল উঠার লড়াইয়ে, মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

হাই-ভোল্টেজ এই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

ফাইনালের টিকেট নিশ্চিত করার লক্ষ্যে, আসরের শেষ কোয়ালিফাইং ম্যাচে মুখোমুখি হচ্ছে দু’দল। হাই-ভোল্টেজ এই ম্যাচের জয়ী দল আগামী ১৮ই ফেব্রুয়ারী (শুক্রবার) ফাইনালের মহারণে ফরচুন বরিশালের মুখোমুখি হবে।

ডু-অর-ডাই এই ম্যাচে দু’দলেরই লক্ষ্য ফাইনালে জায়গা করে নেওয়া।

অসুস্থতা কাটিয়ে চট্টগ্রাম শিবিরে ফিরেছেন দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা উইল জ্যাকস। জ্যাকসের আগমনে বাদ পড়েছেন কেনার লুইস। অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে কুমিল্লা। ভিক্টোরিয়ান্সের একাদশে ফিরেছেন আরিফুল হক ও আবু হায়দার রনি, বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন ও নাহিদুল ইসলাম।

লিগ পর্বে দু’বারের মুখোমুখিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৫২ রান ও ৯ উইকেটে হেরেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

 

দু’দলের চুড়ান্ত একাদশ: 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: মাহমুদুল হাসান জয়, ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, ফাফ ডু প্লেসি, মঈন আলী, আরিফুল হক, সুনীল নারাইন, শহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও আবু হায়দার রনি।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: জাকির হাসান, উইল জ্যাকস, আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, আকবর আলী, বেনি হাওয়েল, মৃত্যুঞ্জয় চৌধুরী, চ্যাডউইক ওয়ালটন, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

 

 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »