https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আগামীকাল (৫ সেপ্টেম্বর) থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে বাংলাদেশ বনাম আফগানিস্তানের টেস্ট ম্যাচ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মত টেস্ট ফরম্যাটে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে রশিদ খানের আফগানিস্তান।
সাদা পোশাকে আফগানদের অভিজ্ঞতা নেই বললেই চলে। লঙ্গার ভার্সনে নবীন এই দলটি অবশ্য ধারাবাহিক সংক্ষিপ্ত ফরম্যাটে। আফগান কোচ অবশ্য বাংলাদেশ দলকে সমীহ করার কথা জানালেও ভয় পাওয়ার কোনো কারন নেই বলেও দাবি করেছেন তিনি।
অন্যদিকে বাংলাদেশ দলে অধিনায়ক সাকিব আল হাসান জানালেন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি জয় ইয়তিত কিছুই ভাবছেন না তিনি।
মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিব জানান, ‘শেষ কিছু ম্যাচে আমাদের সময়টা ভালো কাটেনি। ঘরোয়া ক্রিকেট কিংবা ‘এ’ দল কোনো জায়গাতেই ভালো হয়নি আমাদের পারফরম্যান্স। এই ম্যাচে জয়টা আমাদের জন্য তাই খুবই গুরুত্বপূর্ণ। ১ উইকেট বা যাই হোক, জয়টাই প্রথম।’
উপমহাদেশ তথা বাংলাদেশে ম্যাচ হলে সাধারণত উইকেট হয়ে থাকে স্পিন বান্ধব। তবে বাংলাদেশ দল তাদের আক্রমণ ভাগ কীভাবে সাজাবে সেটা পরিষ্কার না করলেও সাকিব বলেন, ‘ব্যক্তিগতভাবে এসব নিয়ে ভাবি না আমি। ইংল্যান্ড-অস্ট্রেলিয়াতে খেলা হলে সাধারণত স্পিন কাজ করে না। এটা নিয়ে চিন্তার কিছু আছে বলে আমার মনে হয় না। ম্যাচটা জেতার জন্য আমাদের চেষ্টা থাকবে। সেটা দুই-তিনটা পেসার হোক কিংবা একটা পেসার হোক। পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে যাবার চেষ্টা করব।’
আফগানদের বিপক্ষে কোনোভাবেই গুরুত্বহীনভাবে দেখা যাবে না। এমনকি দলের ক্রিকেটাররাও নিজেদের জায়গা থেকে চেষ্টা করেন বলেও জানান অধিনায়ক সাকিব। ‘এটা কতটা গুরুত্বপূর্ণ ম্যাচে সেটা খেলোয়াড়রা জানে। তারাই জানে কিভাবে পারফর্ম করতে হবে ও কীভাবে পরিশ্রম করতে হবে। সবসময়ই প্রত্যাশা থাকে। একেক সময় হয়তো একেক রকম থাকে। দলের জন্য কিছু করার চেষ্টা সবসময়ই থাকে। সেটা সবসময় হয়ে ওঠে না।’