জয় দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক »

ঘরের মাঠ সাওপাওলোতে নেইমার বিহীন ব্রাজিল বলিভিয়াকে হারিয়েছে ৩-০ গোলে। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন ফিলিপে কুতিনহো ও একটি গোল করেন এভারতন।

ব্রাজিলের মাটিতে ফিরেছে কোপা আমেরিকার লড়াই। ২০০৭ সালের পর আবারও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের স্বপ্ন তাদের। কিন্তু কোপা আমেরিকার শুরুর আগেই কাতারে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন ব্রাজিল প্রাণভোমরা নেইমার। ঘরের মাঠে কোপার ৪৬তম আসর শুরুর আগেই ব্রাজিল সমর্থকদের ভিতর ছিলো চিন্তা ; কেমন করবে সেলেসাওরা? কিন্তু তাদের সেই চিন্তা প্রথম ম্যাচেই উড়িয়ে দিলেন ফিলিপে কুতিনহো। বার্সেলোনার এই ফরোয়ার্ড আজকের ম্যাচে ছিলেন দারুণ ছন্দে। তার জোড়া গোলেই যে কোপা আমেরিকার মিশন জয় দিয়ে শুরু করেছে তিতের দল।

এস্তাদিও দো মোরুম্বিতে শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ চালিয়েছে ব্রাজিল। যদিও পরিকল্পনার অভাবে স্কোর করতে ব্যর্থ হয়েছে নেইমারবিহীন আক্রমণভাগ। তাই প্রথমার্ধ শেষে স্কোরলাইন ০-০ রেখেই বিরতিতে যেতে হয় স্বাগতিকদের।

অবশ্য বিরতি থেকে ঘুরে এসে আর অপেক্ষায় রাখেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে সাও পাওলোর দর্শকদের আনন্দে ভাসান কুতিনহো । ডি-বক্সের ভেতর বলিভিয়ান ডিফেন্ডার আদ্রিয়ান হুসিনোর হ্যান্ডবল হলে পেনাল্টি পায় ব্রাজিল, অবশ্য সেজন্য লেগেছে ভিএআর-এর সহায়তা।

এর মিনিট তিনেক পর আবারও গোল উৎসবে মাতেন কুতিনহো। ৫৩ মিনিটে ডান প্রান্ত থেকে রবের্তো ফিরমিনোর ক্রস চমৎকার হেডে লক্ষ্যভেদ করে বার্সেলোনা তারকা স্কোরলাইন করেন ২-০।

এরপর ৮৫ মিনিটে ব্রাজিলের জয় পাকাপোক্ত করেন বদলি খেলোয়াড় এভারতন। একক প্রচেষ্টায় ডি-বক্সের বাহির থেকে অসাধারণ এক শটে লক্ষ্যভেদ করেছেন এই ফরোয়ার্ড। সালভাদরে ১৮ইজুন ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »