জয়ে শুরু করল বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে প্রথমবারের মতো ‘ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ- ২০১৯’ আয়োজিত হচ্ছে ইংল্যান্ডে। মূলত আইসিসি বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে এই অন্যরকম আয়োজন।

উদ্বোধনী খেলায় পাকিস্তানকে ১২ রানে হারিয়ে জয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল। বুধবার প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে। এর জবাবে পাকিস্তান সংসদীয় ক্রিকেট দল ১২৩ রানেই গুটিয়ে যায়।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন রায়হান। এছাড়া মারুফ ৩২, শিয়ান ১৬, তন্ময় ১৫, বাপ্পি ১৩, মনির ৮ রান করেন। বল হাতে অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ১১ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং দিশেহারা করে দেন। এছাড়া বাপ্পি, এনামুল ও ইমান একটি করে উইকেট নিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বাংলাদেশ তাদের বাকি দুটি ম্যাচ লন্ডসের উলউইচের মিলিটারি একাডেমি মাঠে সকাল ১০টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও দুপুর ২টা ৩০ মিনিটে মোকাবেলা করবে নিউজিল্যান্ডের সংসদয়ী ক্রিকেট দলের।

এদিকে ১৫ ওভারের ম্যাচে উইন্ডিজ ও শ্রীলঙ্কা ছাড়া বাকি আট দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে এবারের আসরে। তবে সেমিফাইনাল ও ফাইনাল এই তিনটি ম্যাচ হবে টি-টোয়েন্টি সংস্করণে।

দুটি গ্রুপে অংশ নিচ্ছে আটটি দল। ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »