https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মাঠে নামতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে নামবে দুই দল।
বাংলাদেশ দল টি-২০ ফরম্যাটে সর্বশেষ ম্যাচ খেলেছে প্রায় দশ মাস আগে। এরপর দীর্ঘ সময় পার হলেও ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নামা হয়নি মাঠে। এই সময়ের মধ্যে একমাত্র অর্জন আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ট্রফি জয়। কেটে গেছে বিশ্বকাপ, গেছে লঙ্কানদের বিপক্ষে সিরিজও। বিশ্বকাপে জয়ের মুখ দেখতে পাওয়া তিন ম্যাচ বাদে লঙ্কা সিরিজে ধবলধোলাই। ঘরের মাঠে আফগানদের বপক্ষে টেস্ট ম্যাচে লজ্জার হারের পর ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিতেও জিম্বাবুয়ের কাছে হার। সব মিলিয়ে যেন এক ভাঙা নৌকায় পরিণত বাংলাদেশ দল।
একটি জয় যে পুরো দলের মোমেন্টাম পরিবর্তন করে দিতে পারে সেই কথা জানিয়েছেন দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তবে তামিম ইকবালের না থাকা দলে কতটা প্রভাব ফেলবে সেটা জানা যাবে ম্যাচের দিনই।
বাংলাদেশ দলের স্পটলাইটে যথারীতি থাকছেন সাকিব আল হাসান। এছাড়া ব্যাট হাতে মুশফিকুর রহিম ছুটাতে পারেন রান ফোয়ারা।
আইসিসির টি-২০ র্যাংকিংয়ে জিম্বাবুয়ে রয়েছে ১৪ নম্বর অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। হ্যামিল্টন মাসাকাদজার অধীনে থাকা দলটির অবস্থা নড়বড়ে বটে। সাম্প্রতিক সময়ে দেশটির ক্রিকেট বোর্ডের দুর্নীতির খবরে দেশটির ক্রিকেট অঙ্গনে আঘাত হেনেছে বেশ বড়সড়। একাধিক ক্রিকেটারের অবসরে যাওয়ার ঘটনাও মনোবলে বেঘাত ঘটিয়েছে জিম্বাবুয়ে দলের। তবে সব ভুলে বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামতে যাচ্ছে তারা সেটা আর বলার অপেক্ষা রাখে না।
জিম্বাবুয়ের স্পটলাইটে থাকছেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। উইকেটরক্ষক ব্রেন্ডন টেলর ব্যাট হাতে কাল হয়ে দাঁড়াতে পারেন বাংলাদেশী বোলারদের।
দুই দলের সম্ভাব্য সেরা একাদশ
বাংলাদেশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে: হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন, কাইল জার্ভিস, ক্রিস এমপুফো, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, রিচমন্ড মাতুম্বুমি, টিনোটেন্ডা মুতুম্বদজি, টনি মুনুয়াঙ্গা, টিমচেন মারুমা।