https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিন শেষে দুই দলের লড়াই চলেছে সমানে সমান।
সাবিনা পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা ব্যাকফুটে ছিল ভারত। দলীয় ৩২ রানে লোকেশ রাহুল এবং ৪৬ রানে চেতেশ্বর পুজারা বিদায় নিলে প্রতিরোধ গড়েন মায়াঙ্ক আগারওয়াল ও অধিনায়ক বিরাট কোহলি। আগারওয়াল ব্যক্তিগত ৫৫ রানে বিদায় নিলেও দেখেশুনে ব্যাট চালাতে থাকেন কোহলি। টিম ইন্ডিয়ার কাপ্তানকে ব্যক্তিগত ৭৬ রানে ফিরিয়ে দেন ক্যারিবিয়ান কাপ্তান জেসন হোল্ডার। দিনের বাকি সময়টুকু পার করেন হনুমা বিহারি ও রিশাব পান্ত। প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৬৪ রান। বিহারি অপরাজিত আছেন ৪২ রানে ও পান্ত অপরাজিত আছেন ২৭ রানে।
বল হাতে জেসন হোল্ডার ৩টি, কেমার রোচ ১টি, রাহকিম কর্নওয়াল নেন ১টি উইকেট।