https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
এক সময় ক্রিকেট মাঠে দাপিয়ে বেড়ানো জিম্বাবুয়ের ক্রিকেটের বেহাল দশা চলছে দীর্ঘদিন ধরেই। দুর্নীতি ও দেশটির সরকারের হস্তক্ষেপের কারণে আইসিসি তাদের বিরুদ্ধে নিয়েছে কঠোর ব্যবস্থা। জিম্বাবুয়ের সদস্য পদ কেড়ে নেয়ার কারণে দলটি অংশ নিতে পারছেন আগামী বছরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে। শুধু তাই নয় এমন অবস্থায় পড়ে সদেশটির একাধিক ক্রিকেটারও নিয়েছেন অবসর।
অন্যদিকে বাংলাদেশ তাদেরকে সিরিজ খেলার জন্য আহ্বান জানালেও ভারত হেঁটেছে উল্টো পথে। ২০২০ সালের শুরুর দিকে ভারতের মাটিতে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ছিল জিম্বাবুয়ের। তবে সেটা আর শেষ পর্যন্ত হচ্ছে না।
জিম্বাবুয়ের বদলে ভারতীয় ক্রিকেট বোর্ড আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কাকে। পাকিস্তানের মাটিতে পূর্ণ শক্তির দল নিয়ে লঙ্কানরা না গেলেও ভারতের বিপক্ষে যাচ্ছে পুরো শক্তির দল নিয়েই।
উল্লেখ্য, আগামী ৫, ৭ ও ১০ জানুয়ারি ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের ম্যাচগুলোতে অংশ নিবে শ্রীলঙ্কা।