জাফনাকে উড়িয়ে দিয়ে প্লে অফে কলম্বো!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

লংকান প্রিমিয়ার লীগ ২০২৪ এর ১৭তম ম্যাচে জাফনা কিংসকে ৬১ বল হাতে রেখে ৯ উইকেটে হারিয়ে প্লে অফে এক পা দিয়ে রেখেছে কলম্বো স্ট্রাইকার্স।

 

প্রথমে ব্যাট করতে নেমে কলম্বোর বোলারদের তোপে পড়ে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রানে থামে জাফনার ইনিংস। জাফনার হয়ে  ৩৪ বলে ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন বিজয়কান্ত। ১১ বলে ১৭ রান করেন ওপেনার কুশাল মেন্ডিস। শাদাব খান ৪ ওভারে মাত্র ১০ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন। বিনোরা ফার্নান্দো ২৪ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন।

 

১১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গুরবাজের ৩৩ বলে ৫৭ ও ওয়াসিমের ১৮ বলে ৩৫ রানের সুবাদে মাত্র ৯.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে ৬১ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় কলম্বো। ওপেনার এঞ্জেলো পেরেরা ৮ বলে ১৬ রান করে আউট হন।

 

এ জয়ের ফলে ৬ ম্যাচে ৩ জয় নিয়ে প্লে অফে এক পা দিয়ে রেখেছে কলম্বো। ৭ ম্যাচে ২ জয় পাওয়া ক্যান্ডি তাদের পরবতী ম্যাচ হারলেই কলম্বো এবং ডাম্বুলার প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। ক্যান্ডি জয় পেলেও কলম্বোর প্লে অফে উঠা প্রায় নিশ্চিতই। ইতোমধ্যে বিশাল রানরেটে এগিয়ে থাকা ছাড়াও তাদের আরো ২ ম্যাচ বাকি আছে। আগামীকাল ডাম্বুলা বনাম ক্যান্ডির ম্যাচে ক্যান্ডি পরাজয়বরণ করলে জাফনা, গল, কলম্বোর পাশাপাশি ডাম্বুলার প্লে অফ নিশ্চিত হবে। আর ক্যান্ডি জয়লাভ করলে, ডাম্বুলা বনাম গলের মধ্যকার ম্যাচ দিয়ে প্লে অফের চার দল নিশ্চিত হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »