জানা গেল সাইফউদ্দিনের চোটের সর্বশেষ অবস্থা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপের শুরুর দিকেই শতভাগ ফিট ছিলেন না অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে তো ঘটে গিয়েছিল এলাহী কারবারই!

বেশ পুরনো ইনজুরি বহন করে যাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন বিশ্বকাপের ম্যাচগুলোতেও খেলেছেন ব্যাথানাশক ইনজেকশন নিয়ে। তবে লম্বা সময় ধরে ইনজেকশন নিয়ে খেললে পুরো ক্যারিয়ারই হুমকির মুখে পড়বে তার!

বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন আগস্টের শেষের দিকে বল হাতে নিতে পারবেন এই তরুণ অলরাউন্ডার। তাছাড়া এখন কোনো প্রকার বল করছেন না সাইফউদ্দিন এমন তথ্যও দিয়েছে দেবাশিষ।

দেবাশিষ চৌধুরীর ভাষ্য, ‘ইনজেকশন নিয়ে খেলে গেলে তার ক্যারিয়ার হুমকির মুখে পড়বে। তাকে নিয়ে আমরা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করছি। এখন সে ব্যাটিং করতে পারলেও বোলিং করা বন্ধ রয়েছে। আগস্টের শেষের দিকে সে পুরোপুরি ফিট হবে বলে আশা করছি।’

‘তার ইনজুরিটা বেশ পুরনো। ব্যাক পেইনের কথা বলে আসছিল অনেক দিন ধরেই। বছরের শুরুতে তার ব্যথা বেড়ে গেলে ইনজেকশন দেয়া হয়। কয়েকদিন ভালো থাকলেও বিশ্বকাপের আগে আবার সেটা দেখা দেয়। ইংল্যান্ডে ডাক্তার দেখালে আবারও তাকে ইনজেকশন দেয়া হয়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »