জাতীয় লিগে অংশ নেয়া কঠিন হচ্ছে ক্রিকেটারদের জন্য

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

বাংলাদেশের ক্রিকেটের আঁতুড়ঘর হিসেবে বিবেচনা করা হয় জাতীয় ক্রিকেট লিগ বা এনসিএলকে। ঘরোয়া ক্রিকেটের এই আসর থেকেই বেছে নেয়া হয়ে থাকে পরবর্তীতে জাতীয় দলের ক্রিকেটারদের। তবে টুর্নামেন্টে গত আসরে যেভাবে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা আগামী আসরে সেটা আরও একটু কঠিন হতে যাচ্ছে।

প্রথম শ্রেণির মর্যাদা পাওয়া এনসিএলে গত আসরে অংশ নিতে বিপ টেস্টে  ক্রিকেটাররা অর্জন করতে হয়েছে ৯ পয়েন্ট। তবে অক্টোবরে শুরু হতে যাওয়া আগামী আসরে ক্রিকেটাররা যদি বিপ টেস্টে ১১ নম্বর তুলতে পারেন তবেই কেবল অংশ নিতে পারবেন এনসিএলে! প্রশ্ন হচ্ছে, যেখানে জাতীয় দলের অনেক ক্রিকেটারেরই বিপ টেস্টে পয়েন্ট থাকে ১০ সেখানে এনসিএলে কীভাবে সেটা বাস্তবায়ন করা সম্ভব?

অন্যদিকে জাতীয় দলে খেলেন না এমন সিনিয়র ক্রিকেটাররা পড়তে যাচ্ছেন সবচেয়ে বেশি বিপাকে। কেননা বয়সের ভারে নুইয়ে পড়া সিনিয়র ক্রিকেটারদের ফিটনেসের কিছুটা ঘাটতি থাকা স্বাভাবিক। কিন্তু বিপ টেস্ট উৎরাতে না পারলে যে জাতীয় লিগ খেলতে পারবেন না ক্রিকেটাররা সেটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে তা বলে দিবে সময়ই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »