জাতীয় দলে খেলার স্বপ্ন দেখিনা তবে ক্রিকেট নিয়েই থাকতে চাইঃ তুষার ইমরান

দুর্জয় দাশ গুপ্ত »

দেশের ক্রিকেটের কিংবদন্তি ব্যাটসম্যান তুষার ইমরান। ক্যারিয়ারের একদম শুরুর সময়টাতে পাল্লা দিয়েছেন তখনকার সময়ে দেশের অন্যতম সফল তারকা ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু কিংবা কেনিয়ান ক্রিকেটার স্টিভ টিকোলোদের সাথে। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করেছেন দশ হাজার রানের মাইলফলক। সেই ২০০০ সালে যখন ঢাকার ক্রিকেটে বিদেশি ক্রিকেটারদের দাপট তখনই আগমন ঘটেছিলো যশোরের উজ্জ্বল এক টগবগে তরুণের। দেখতে দেখতে সেই উজ্জ্বল তরুণ ক্রিকেট মাঠে কাটিয়ে দিয়েছেন দেড় যুগেরও বেশি সময়। আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও দেশের ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান যে তুষার ইমরান এ ব্যাপারে কারো দ্বিমত নেই।

করোনাভাইরাস বা কোভিড-১৯ এর কারণে মাঠের ক্রিকেটাররা এখন ঘরে বন্দী। আর এই অবসরের সময়টাতে নিউজ ক্রিকেট ২৪ ডট কমের প্রতিবেদক দুর্জয় দাশ গুপ্ত কথা বলেছেন তুষার ইমরানের সাথে।

নিউজ ক্রিকেট ২৪ঃ কোয়ারেন্টাইনের সময়টাতে নিজেকে কিভাবে ফিট রাখছেন?

তুষার ইমরানঃ আমি আসলে সকাল ১১ টার দিকে একটা কাজ করি যেটাকে হোম ওয়ার্ক বলতে পারেন। এছাড়া একদিন পর পর বিকেল বেলা রানিং করতে যাই। সব মিলিয়ে সপ্তাহে তিনদিন রানিং করি।

নিউজ ক্রিকেট ২৪ঃ প্রথম ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক আপনি স্পর্শ করেছেন। এ ব্যাপারটা কতটুকু উপভোগ করেন?

তুষার ইমরানঃ প্রথম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করার ব্যাপারটা আনন্দেরই আসলে। তবে এই জার্নিটা আরো বড় হতে পারতো। আমার লক্ষ্য ছিলো ২০০ ম্যাচ খেলবো। এখন মনে হচ্ছে সেটা সম্ভব হবে না কারণ বিসিএলে আমি চারটা ম্যাচ মিস করেছি ফিটনেস টেস্টে পাশ করতে পারিনি বিধায়। তবে এটা ঠিক যে এই মাইলফলকটা আমি স্পর্শ করেছি প্রথম ব্যাটসম্যান হিসেবে এটা ভাবলে ভালো লাগে।

নিউজ ক্রিকেট ২৪ঃ এখনো জাতীয় দলের জার্সি গায়ে জড়াবার স্বপ্ন দেখেন?

তুষার ইমরানঃ সত্যি বলতে দুই বছর আগে এমন স্বপ্ন দেখতাম। কিন্তু এখন আর দেখিনা। দুই থেকে আড়াই বছর আগে যখন ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময়টা পার করেছিলাম, অনেক রানও করেছিলাম তখন আমার এই স্বপ্নটা প্রায় বাস্তবে পরিণত হয়েও গিয়েছিলো কিন্তু একদম কাছ থেকে ফিরে এসেছি। আর এখন এটা নিয়ে চিন্তা করিনা।

নিউজ ক্রিকেট ২৪ঃ আপনার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটেছে মাত্র ৫ টি টেস্ট আর ৪১ ওয়ানডেতে। কি মনে হয়? জাতীয় দলকে দেওয়ার মত আরো কিছু ছিলো না?

তুষার ইমরানঃ আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিলো অবিশ্বাস্যভাবে। যে সব দলগুলোর বিপক্ষে আমি খেলেছিলাম যেমন ধরেন পাকিস্তানের টপ ক্লাস বোলার ছিলো তাদের বিপক্ষে খুব সুন্দর একটা শুরু করেছিলাম যেটা অনেকে চিন্তাও করতে পারেনি। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। আমার নিজেরও ব্যর্থতা ছিলো। আর আমি যখন শুরু করি তখন নিয়মিত সিরিজ থাকতো না এখন যেভাবে থাকে। কয়েক মাস পর পর একটা সিরিজ থাকতো। হয়তো এটাও একটা কারণ হতে পারে।

নিউজ ক্রিকেট ২৪ঃ কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ঐতিহাসিক জয়ের ম্যাচে আপনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দেশের ক্রিকেটের জন্য এই জয়টাকে কিভাবে মূল্যায়ন করবেন?

তুষার ইমরানঃ কোচ ডেভ হোয়াটমোর আমাকে আসার পর বলেছিলো তুমি একটা ভালো শুরু করেছিলে বলেই এত বেশি রান তাড়া করে জয়টা এসেছে। মোট কথা শুরুটা ভালো ছিলো। আমাকে একটা সুযোগ দেওয়া হয়েছিলো ঐ ম্যাচে। তবে দুই-একটা ম্যাচে রান করলেও আশানুরূপ পারফর্ম করতে পারিনি। এতটুকুই আর কি। জয়ে অবদান রাখতে পেরেছি বলে ভালো লাগছে। আর বাংলাদেশ ক্রিকেটের জন্য এই জয়টা অবিস্মরণীয়।

নিউজ ক্রিকেট ২৪ঃ বর্তমান বাংলাদেশ দলটাকে কেমন দেখছেন?

তুষার ইমরানঃ আমার কাছে মনে হয় এক দিনের ক্রিকেট অর্থাৎ ওয়ানডেতে আমরা খুব শক্তিশালী একটা দল। তবে টি-টোয়েন্টি কিংবা টেস্ট না, কেবল ওয়ানডেতে। টি-টোয়েন্টি আর টেস্ট ফরম্যাটে আমাদের শিখার অনেক কিছু আছে। টি-টোয়েন্টি পাওয়ার ক্রিকেটের ফরম্যাট। সেখানে আমরা পিছিয়ে আছি। আর টেস্টে আমাদের আরও সময় লাগবে।

নিউজ ক্রিকেট ২৪ঃ জিম্বাবুয়ে সিরিজ বাদ দিলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ভালো পারফর্ম করতে পারছে না মোটেও। এ ব্যাপারটা কিভাবে দেখছেন?

তুষার ইমরানঃ হোম ভেন্যুতে খেলা হলে আমরা ঠিক আছি। অর্থাৎ ভালো ভাবে মানিয়ে নিতে পারি। কিন্তু দেশের বাইরে ট্যুর করতে গেলে তখন সমস্যাটা হয়। আর সেটা বোলারদের ক্ষেত্রে যেমন, ব্যাটসম্যানদের ক্ষেত্রেও একই। আমরা সেশন বাই সেশন খেলতে পারি না। আর পাঁচটা দিন খেলা তো প্রশ্নই আসেনা, হয়তোবা কোন কোন ম্যাচ চারটা দিন পর্যন্ত যায়। এই ফরম্যাটে আমাদের অনেক উন্নতি করতে হবে। এই দিকটায় আমাদেরকে নজর দেওয়া উচিত। আর ব্যাটসম্যানদের ক্ষেত্রে লাল বল আর সাদা বলের একটা পার্থক্য আছে যেটা অনেকেই বুঝে না। আমি মনে করি এই জায়গায়টায়ও কাজ করতে হবে। স্পিন উইকেট হলে ঠিক আছে। কিন্তু স্পোর্টিং উইকেটে গেলে আমাদের সমস্যা আছে। আর যদি দেশের মাটিতে আমরা কোয়ালিটি স্পিন আছে এমন দলকে ডাকি তবে সেক্ষেত্রেও আমাদের বিপদ আছে যেমনটা আফগানিস্তানের সাথে হয়েছে। এখানে যদি ভারত, পাকিস্তানের মত দল আসে তখন সমস্যা হবে।

নিউজ ক্রিকেট ২৪ঃ তরুণ ক্রিকেটারদের প্রতি একজন অভিজ্ঞ ক্রিকেটারদের হিসেবে আপনার কোন ম্যাসেজ?

তুষার ইমরানঃ তরুণ ক্রিকেটার দলে খুব একটা নেই আপনি ম্যাচ বাই ম্যাচ যদি চিন্তা করেন। একটা ব্যাটসম্যানের অভিজ্ঞতা কখন শুরু হয় যখন ৩০-৪০ ম্যাচ এর উপরে খেলে ফেলে। বয়সের দিকটা যদি আমরা চিন্তা করি এখন অনেকেই কম বয়সে ৩০ এর উপরে ম্যাচ খেলে ফেলেছে। তাই তাদেরকে আর তরুণ বলার সুযোগ নেই। তরুণ বলতে হয়তোবা শান্ত, নাঈম শেখ বা আফিফ আছে। এরা খেলতে খেলতে শিখবে। দলের সিনিয়র ক্রিকেটার মুশফিক, তামিম, মাহমুদউল্লাহ এদেরকে দেখেই শিখবে।

নিউজ ক্রিকেট ২৪ঃ ভবিষ্যৎতে ক্রিকেট ছেড়ে দিলে কোচিংয়ে আসার কোন পরিকল্পনা আছে?

তুষার ইমরানঃ ক্রিকেটের সাথেই থাকতে চাই। তবে সেটা পরে দেখা যাবে। আগে ক্রিকেটটা ছাড়ি তারপর চিন্তা করবো। তবে ইচ্ছা আছে অবশ্যই।

নিউজ ক্রিকেট ২৪ঃ করোনাভাইরাসের কারণে সবাই এখন বাসায়। লম্বা সময় পর ক্রিকেট মাঠে ফিরলে ক্রিকেটারদের জন্য সেটা কতটা চ্যালেঞ্জিং হবে?

তুষার ইমরানঃ মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে। আন্তর্জাতিক ম্যাচের আগে যদি এই বিরতির পরে ঘরোয়া ক্রিকেটটা শুরু হয় তবে ক্রিকেটারদের জন্য ভালো হবে। যদি ২-৩ মাসের মধ্যে ক্রিকেটে ফেরা যায় তবে সেক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। ঘরোয়া ক্রিকেট দিয়ে শুরু করতে হবে।

নিউজ ক্রিকেট ২৪ঃ এবছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। বিশ্বকাপে বাংলাদেশের সম্ভবনা কতটুকু দেখছেন?

তুষার ইমরানঃ আগেই বলি টি-টোয়েন্টি আমাদের ক্রিকেট না। ওয়ানডেতে আমরা যতটা ভালো খেলি টি-টোয়েন্টিতে ততোটা ভালো খেলতে পারিনা। তাছাড়া এবছর বিশ্বকাপটা অস্ট্রেলিয়ায় সেখানকার কন্ডিশনও একটা বড় ব্যাপার। এছাড়া আমরা দেখেছি অস্ট্রেলিয়ায় অনেক বড় মাঠে খেলা হয়। তাই আমি মনে করি আমাদের জন্য এই বিশ্বকাপটা চ্যালেঞ্জিং হবে।

নিউজ ক্রিকেট ২৪ঃ নিউজ ক্রিকেট ২৪ ডট কমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

তুষার ইমরানঃ আপনাকেও ধন্যবাদ এবং একইসাথে নিউজ ক্রিকেটের সকল পাঠকদের জানাই শুভেচ্ছা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »