নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তাসকিন আর ইনজুরি যেনো একই সুতোয় গাঁথা। ছোট্ট একটি ক্যারিয়ারে এখন পর্যন্ত বেশ কয়েকবারই ইনজুরিতে জর্জরিত হয়েছেন তিনি। ইনজুরির কারণে দুর্দান্ত ফর্মে থেকেও বসে থাকতে হয়েছে বাংলাদেশী এই স্পীড স্টারকে। মাঝখানে একটু সুস্থ হয়ে উঠলেও আবারো আগের ইনজুরি সাইড স্ট্রেন নামক অভিশাপ নেমে এসেছে তাসনের জীবনে।
বাংলাদেশ ‘এ’ দল থেকে শুরু করে এইচপি দল, সব দলই এখন ব্যস্ততার মধ্যে রয়েছে। সতীর্থদের এই ব্যস্ত সময়ে নিজেকে ফিট করা অর্থাৎ ইনজুরি থেকে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন তাসকিন।
আগামী মাসের ৫ তারিখ থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। আর এনসিএলে তাসকিনকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ প্রসঙ্গে বিসিবি চিকিৎসক দেবাশীষ রয় বলেন, “তাসকিন ৩ সপ্তাহ বিশ্রাম নেওয়ার পর বোলিং শুরু করতে পারবে। এরপরই আমরা বুঝতে পারবো তার ইনজুরি কতোটুকু উন্নতি হয়েছে। জাতীয় লিগ খেলার সিদ্ধান্তটা ওকেই নিতে হবে। কেননা কেমন বোধ করছে সেটা তাসকিন ভালো জানে। যদি সামান্য পরিমাণ ব্যাথাও হয়, তাহলে তাকে নিয়ে আমরা ঝুঁকি নিবো না। কারণ সামনে ভারত সফর। আর সেখানে ও বিবেচনায় আসতে পারে।”
তাসকিনের চোট ও মাঠে ফেরা নিয়ে কথা বলেছেন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। ক্যালেফাতোর ভাষ্যমতে, “তাসকিন কবে নাগাদ মাঠে ফিরবে সেটা এখনি বিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে খোলামেলা কিছু বলতে চাই না। আসলে আমি নিজেও তার চোটের গভীরতা অনুধাবন করতে পারছি না।”