নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকায় চলছে বাংলাদেশ এমার্জিং নারী ক্রিকেট দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা এমার্জিং নারী ক্রিকেট দলের সিরিজ। এর আগে তিনি ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশ নারী এমার্জিং ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা নারী এমার্জিং ক্রিকেট দলকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে। এখন শুরু হয়েছে দুই দলের মধ্যে তিণ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।
তিত ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে লড়াই করেও জয় পায়নি বাংলাদেশ নারী এমার্জিং ক্রিকেট দল। তারা আফ্রিকানদের কাছে হেরে গিয়েছে ৫ রানে। বুধবার প্রিটোরিয়ায় হাম্মানস্ক্রাল ওভারে আগে ব্যাট করে ১৩০ রান সংগ্রহ করে আফ্রিকান নারীরা। এই রান তাড়া করতে নেমে শেষ অবধি ম্যাচ নিয়ে যায় এবং শেষ ওভারে ৬ বলে ৯ রান দরকার লাগলেও দুইটি রান আউট হবার জন্য শেষ ওভারে মাত্র ৩ রান যোগ করতে পেরেছে বাংলার নারী ক্রিকেটাররা। আর লড়াই করেও ৫ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়।