জয় দিয়ে টুর্ণামেন্ট শুরু আফগানিস্তানের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্ণামেন্ট। গতকাল প্রথম ম্যাচে সফররত জিম্বাবুয়েকে হারিয়ে শুভসূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ দল। আজ টুর্নামেন্টে জিম্বাবুয়ের দ্বিতীয় ও আফগানিস্তানের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিলো। এ ম্যাচ জয় দিয়ে টুর্ণামেন্ট শুরু করলো আফগানিস্তান।

দিনের শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। আফগানিস্তান শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে। তাদের ওপেনার রহমতউল্লাহ গুরজাব ও হজরত উল্লাহ জাজাই ৫৭ রানের জুটি গড়েন। এরপর হজরত উল্লাহ জাজাই ৬ষ্ঠ ওভারের ৪র্থ বলে টেন্ডার তায়ালার বলে ও শন উইলিয়ামসের ক্যাচে মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর দলীয় ৩ রান তুলে প্যাভিলিয়নে ফিরে যান আরেক ওপেনার রহমতউল্লাহ গুরজাব। তিনি ২৪ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে শন উইলিয়ামসের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হয়ে যান। এরপর নাজিব তারাকাই ও আসগর আফগান ২০ রানের ছোট একটি জুটি গড়েন তবে এ জুটি বড় হয়নি। নাজিব তারাকাই মাত্র ১৪ রান করে শন উইলিয়ামসের বলে আউট হন। তবে আসগর আফগান আশা করলেও তিনিও হতাশ করেন দলীয় স্কোর যখন ৯০ তখন তিনি আউট হন। তবে এরপর মোহাম্মদ নবী ও নাজিবুল্লাহ জাদরান ৪০ বলে ১০৭ রানের বিশাল জুটি গড়েন। এ জুটিতে নাজিবুল্লাহ জাদরান করেন ৩০ বলে ৬৯ রান এবং মোহাম্মদ নবী করেন ১৮ বলে ৩৮ রান। তাদের এ জুটির ওপর ভর করে জিম্বাবুয়েকে ১৯৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় আফগানিস্তান।

জবাবে জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি। তাদেরকে প্রথম থেকেই চাপে রাখে আফগান বোলাররা। দলীয় ২৫ রানে জিম্বাবুয়ের প্রথম উইকেটের পতন হয়। শুরুতেই অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার আউট দিয়ে শুরু এরপর ৩০ রানে আরো ২টি উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। প্রথমে আউট হয় ব্র্যান্ডন টেইলর- ২৭ ও পরে শন উইলিয়ামস- ০। এরপর থেমে থাকেনি। আরো ১৪ রান যোগ করতেই দলীয় ৪৪ রানে তাদের চতুর্থ উইকেট হারায়। ফিরে যান ক্রেগ আরভিন। তিনি করেন ১০ রান। এরপর ৩৭ রানের জুটি গড়ে মুতোম্বুজি ও রায়ান বুরি। মুতোম্বুজি দলীয় ৮১ রানের সময় ২০ রান করে আউট হন। আর
এরপর ৯৬ রানে ৬ষ্ঠ উইকেটের পতন হয়। আউট হন রায়ান বুড়ি। এরপর রেগিস চাকাবভা আক্রমণাত্মক ব্যাটিং প্রদর্শন করতে থাকেন। এরপর ১৮ ওভারের প্রথম বলে দলীয় ১৪১ রানে সপ্তম এবং জিম্বাবুয়ের শেষ উইকেট পতন হয় এরপর আর জিম্বাবুয়ের উইকেট পড়েনি। জিম্বাবুয়ে দলীয় ১৬৯ রান করে থামে এবং আফগানিস্তান ২৮ রানের জয় পায়।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ১৯৭/৭, ( ২০ ওভার )
নাজিবুল্লাহ জাদরান- ৬৯ ( ৩০ )*, রহমতউল্লাহ গুরজাব- ৪৩ ( ২৪ ), মোহাম্মদ নবী- ৩৮ ( ১৮ )
টেন্ডার চাতারা- ২/৫৩, শন উইলিয়ামস- ২/১৬, আইন্সলে এন্ডলোভু- ১/৩৫

জিম্বাবুয়ে: ১৬৯/৭ ( ২০ ওভার )
রেগিস চাকাবভা- ৪২ ( ২২ ), ব্র্যান্ডন টেইলর- ২৭ ( ১৬ ), রায়ান বুরি- ২৫ ( ২৫ )
রশিদ খান- ২/২৯, ফরিদ মালিক- ২/৩৫, করিম জানাত- ১/২৯, গুলবাদিন নাইব- ১/৩২

ফলাফল: আফগানিস্তান ২৮ রানে জয়ী
ম্যাচ সেরা: নাজিবুল্লাহ জাদরান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »