https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে ভারতের ওপেনার শিখর ধাওয়ানের পর এবার ইনজুরিতে পড়েছেন পেসার ভুবনেশ্বর কুমার।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পরে মাঠ ছাড়েন এই পেসার। ইনিংসে নিজের স্পেলের ওভার সম্পূর্ণ না করেই মাঠ ছাড়া এই পেসারের ইনজুরি অবশ্য খুব বেশি গুরুতর নয়।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন ভুবনেশ্বরের ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে পারেন তিন ম্যাচের জন্য। কোহলি বলেন, ‘এটা ভুবির ছোটোখাটো একটি ইনজুরি। আপাতত এটিকে খুব বেশি বড় মনে হচ্ছে না। আশা করছি কয়েকটি ম্যাচের পরেই সেরে উঠবে সে। হয়তো সর্বোচ্চ তিনটি ম্যাচ বাইরে থাকতে পারে ভুবি’
ভারতীয় বোলিং লাইনআপের অন্যতম প্রধান অস্ত্র ভুবনেশ্বরের ইনজুরিতে কিছুটা ধাক্কাই খেলো টিম ইন্ডিয়া।