নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ উপলক্ষ্যে বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল টোয়েন্টি ফোর’ এর নিয়মিত আয়োজন ‘আল্টিমেট ওয়ার্ড কাপ’ এ আগামীকাল রবিবার (০৭ জুলাই) দেশের জনপ্রিয় ক্রিকেট বিষয়ক অনলাইন পোর্টাল newscricket24.com প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকছেন ০৬ (ছয়) রিপোর্টার।
তারা হলেন নিউজ ক্রিকেট টোয়েন্টি ফোরের ইনচার্জ জেড.আই জহির, সিনিয়র রিপোর্টার আব্দুর রহমান, মুজাহিদুল ইসলাম, নাসিফুল হাসান সৌমিক, মাহমুদ আল হাসান ও তানভীর তুহিন।
নিয়মিত এই আয়োজনের লাইভ প্রোগ্রামটি শুরু হবে আগামীকাল রবিবার (০৭ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি চ্যানেল২৪ টিভি চ্যানেলের পাশাপাশি দেখা যাবে তাদের Ultimate World Cup ফেসবুক ফ্যান পেইজ এবং ইউটিউব চ্যানেলেও।
newscricket24.com পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রোগ্রামের জন্য সবার প্রতি রইল শুভ কামনা।