https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
একটা সময় বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠে দাপিয়ে বেড়ানো মোশারফ হোসেন রুবেল হঠাত করেই জানতে পারেন তার ব্রেইন টিউমারের খবর। চিকিৎসা নিতে পাড়ি জমান সিঙ্গাপুরে অবস্থিত বিশ্বের অন্যতম সেরা হাসপাতাল মাউন্ট এলিজাবেথে। ব্যয়বহুল এই চিকিৎসার জন্য জাতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে বোর্ডের পক্ষ থেকেও অনুদান দেয়া হয়েছিল তাকে।
তবে সেই অর্থে যে আর চিকিৎসা শেষ হচ্ছে না রুবেলের সেটা জানা গেছে আগেই। এখন পর্যন্ত তার চিকিৎসা বাবদ খরচের পরিমাণ এক কোটি টাকা ছাড়িয়ে গেছে। নিয়মিত কেমো থেরাপি নিতে হলে রুবেলের প্রয়োজন এখনও আরও ৫০ লক্ষ টাকার মত।
মোটা অঙ্কের এই তাকা জোগাড় করতে শেষ পর্যন্ত নিজের ফ্ল্যাট বিক্রি করতে যাচ্ছেন রুবেল। তার ফেসবুক একাউন্টে দেয়া একটি পোস্টে ফ্ল্যাট বিক্রির কথা জানান। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘এখন যুদ্ধ করতে হচ্ছে কেমোথেরাপির বিরুদ্ধে। আমার চিকিৎসা বাবদ ইতোমধ্যে প্রায় ১ কোটি টাকা খরচ করে ফেলেছি। ৫ দফায় কেমোথেরাপির জন্য আরও ৫০ লাখ টাকা প্রয়োজন। আমাকে আমার ফ্ল্যাট বাড়িটি বিক্রি করতে হচ্ছে। (১৫৫০ স্কয়ার ফুট)। কেউ কিনতে আগ্রহী হলে আমাকে জানান, আর দোয়া রাখবেন অবশ্যই। শুধু আপনাদের দোয়াই আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন।’