চা বিরতির আগে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চট্টগ্রামে চলছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট সিরিজ। এই টেস্ট সিরিজের চতুর্থ দিন চলছে আজ। আজ দিনের শুরু থেকে বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হচ্ছিলো। তবে এরপর খেলা শুরু হলে আফগানিস্তান খুব দ্রুতই অলআউট হয়ে যায়। আর বাংলাদেশ প্রথম সেশনের বাংলাদেশ বিনা উইকেটে ৩০ রান করে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ। তবে ৩৯৮ রান তাড়া করতে গিয়ে এই সেশনের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ দল।

প্রথম সেশনে বাংলাদেশ বিনা উইকেটে ৩০ রান করে বিরতিতে গেলেও বিরতি থেকে ফিরে লিটন দাস জহির খানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হয়ে মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর মাঠে নামেন মোসাদ্দেক হোসেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। ১২ রান করে জহির খানের বলে আসগর আফগান এর ফলে আউট হয়ে যান মোসাদ্দেক।‌ মোসাদ্দেকের আউট এর পরে মাঠে নামেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে মুশফিকুর রহিম বেশি বড় জুটি গড়তে পারেননি। ব্যক্তিগত ২৩ রান করে আফগানিস্তান অধিনায়ক রশিদ খানের বলে আউট হয়ে যান। মুশফিকুর রহিমের আউটের পর মাঠে আসেনি বাংলাদেশ দলের টেস্ট স্পেশালিষ্ট ব্যাটসম্যান মমিনুল হক। তবে অন্যান্যবারের মতো এবার আর সফল হতে পারলেন না মাত্র ৩ রান করে বিদায় নেন‌ মমিনুল। তবে আরেকপ্রান্ত একাই আগলে রেখেছেন ওপেনার সাদমান ইসলাম অনিক। আর মমিনুলের পর মাঠে নামেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই মুহূর্তে সাকিব ও সাদমান একসাথে জুটি গড়ছেন।

চা বিরতির আগে বাংলাদেশ দলের সংগ্রহ ৩৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০২ রান। ক্রিজে আছেন ওপেনার সাদমান ইসলাম অনিক এবং বাংলাদেশী অধিনায়ক সাকিব আল হাসান। সাদমান ইসলাম অনিক করেছেন- ৩৯ ( ১০১ )*, সাকিব আল হাসান- ১৪ ( ২৩ )*।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »