নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারত সফরে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে ধবলধোলাইয়ের স্বাদ নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।ব্যাটারদের পাশাপাশি বোলারদের হতশ্রী পারফরম্যান্সে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে ছেড়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। টেস্টের পর টি-টোয়েন্টিতেও পেয়েছে ধবলধোলাইয়ের লজ্জা। এমন ভরাডুবির পর দেশে ফিরছেন ক্রিকেটাররা, সেটাও আবার চাটার্ড ফ্লাইটে।
আজ রোববার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে শান্তদের। সামনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। নেমে পড়তে হবে প্রস্ততিতে। তবে, ভারতের বিপক্ষে এমন শোচনীয় পরাজয়ে মানসিকভাবে বেশ পিছিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।