নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ সংস্করণে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।যার নামকরণ করা হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’। এমন সিদ্ধান্ত গণমাধ্যমকে অনেক আগেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বিপিএলের প্লেয়ার ড্রাফট ১২ নভেম্বর, উদ্বোধনী অনুষ্ঠান ৩ ডিসেম্বর এবং উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা ছিল ৬ ডিসেম্বর থেকে। কিন্তু দলগুলোর স্পনসরশিপ জটিলতায় নির্ধারিত সময় থেকে কিছুটা পিছিয়ে যাচ্ছে । ইতোমধ্যে নতুন তারিখও নির্ধারন হয়েছে।
নতুন সূচী অনুযায়ী আগামি ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফটস। ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। এছাড়া ১১ ডিসেম্বর থেকে বিপিএলের ৭ম আসরের খেলা মাঠে গড়াবে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, ‘৮ ডিসেম্বর সপ্তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে। প্রথম ম্যাচ হবে ১১ ডিসেম্বর। আর খেলোয়াড়দের ড্রাফটস অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।’
উল্লেখ্য, বিপিএল গর্ভনিং কাউন্সিল সভাপতি শেখ সোহেল আগেই জানিয়েছেন এবারের বিপিএল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।