চমক রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা ভারতের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যেখানে দলে সবচেয়ে বড় চমক রাখা হয়েছে সূর্যকুমার যাদবকে। টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে পারফর্ম করে টেস্ট দলে সুযোগ করে নিয়েছেন এই তারকা ব্যাটার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। তবে প্রথম দুই ম্যাচের জন্য এই স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই।

এর আগে ভারত সফরে চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলে চার স্পিনার অন্তর্ভুক্ত করেছে অজিরা। প্যাট কামিন্সের নেতৃত্বে ভারত সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া।

ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, শ্রেয়াস আইয়ার, কেএস ভারত, ইশান কিশান, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা*, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও সূর্যকুমার যাদব।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »