https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে লাঞ্চ বিরতি পর্যন্ত বল হাতে বাংলাদেশের হয়ে সফলতা দেখিয়েছেন কেবল তাইজুল ইসলাম। আফগান দুই ওপেনারের উইকেটই ঝুলিতে পুরেছেন এই স্পিনার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। দলীয় ১৯ রানে ব্যক্তিগত ৯ রানে তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ইহসানউল্লাহ জানাত। প্রথম সেশনের ২৫ তম ওভারে এসে আবারো আঘাত হানেন তাইজুল। এবার তাইজুলের শিকার হয়ে ফিরে যান আরেক ওপেনার ইবরাহিম জাদরান। ব্যক্তিগ ২১ রানে তাইজুলের বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান জাদরান। এছাড়া একটি উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রথম সেশন শেষে ৩ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ৭৭ রান।