চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে বরিশালের সঙ্গী কুমিল্লা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের শেষ কোয়ালিফায়ার ম্যাচে আজ (বুধবার) দিনের একমাত্র খেলায়,হোম অফ ক্রিকেট মিরপুরে, ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

হাই-ভোল্টেজ এই ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ফাইনালের টিকেট নিশ্চিত করার এই মহারণে, টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব। টসে জিতে আগে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান, জাকির হাসান ও উইল জ্যাকসের ব্যাটে শুরুটা ভাল হয় চট্টগ্রামের। উদ্বোধনী জুটিতে ৩১ রান যোগ করে উইল জ্যাকের বিদায়ের পর, খেই হারিয়ে ফেলে চট্টগ্রামের ব্যাটসম্যানরা। উইল জ্যাকসের বিদায়ের পর, স্কোরবোর্ডে মাত্র ১৯ রানের ব্যবধানে আরো ৪ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি।

দলের এই ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও আকবর আলী। ৭ম উইকেট জুটিতে এই দু’জন মিলে গড়েন ৬১ রানের মহা গুরুত্বপূর্ণ জুটি।আকবর-মিরাজের বিদায়ের পর বেশিক্ষণ টিকেনি চট্টগ্রামের ব্যাটিং লাইনআপ। শেষমেস নির্ধারিত ওভারের ৫ বল বাকী থাকতেই ১৪৮ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম।

চট্টগ্রামের হয়ে ব্যাট হাতে ইনিংস সর্বোচ্চ ৪৪ রান আসে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে, এছাড়া আকবর আলী ৩৩, জাকির হোসেন ২০ ও উইল জ্যাকস করেন ১৬ রান।

কুমিল্লার হয়ে বল হাতে মঈন আলী ও শহিদুল ইসলামের শিকার সমান তিনটি করে উইকেট।

ফাইনালে টিকেট নিশ্চিতের লক্ষ্যে ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সুনিল রারাইনের বিস্পোরক ইনিংস ও মঈন-ডুপ্লেসিসের সহজাত ব্যাটিংয়ের উপর ভর করে  ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় কুমিল্লা। যার ফলে আগামী ১৮ই অক্টোবর শিরোপা জয়ের লড়াইয়ে ফরচুন বরিশালের সঙ্গী হলো ডু-প্লেসিস- মোস্তাফিজরা।

কুমিল্লার হয়ে ব্যাট হাতে মাত্র ১৬ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সুনিল নারাইন। এছাড়া ফাফ-ডুপ্লেসিস ও মঈন আলীর দুজনের ব্যাট চড়ে আসে অপরাজিত সমান ৩০* রানের ইনিংস। যার ফলে ৭ উইকেটের সহজ জয় তুলে নিতে বেগ পেতে হয়নি দুবারের বিপিএল চ্যাম্পিয়নদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »