সাকিব শাওন »
অনেকদিন ধরেই সময়টা বেশ খারাপ যাচ্ছিলো বাংলাদেশ দলের। শেষ টেস্ট জিতেছিলো ২০১৮ সাল এরপর শুধু ব্যর্থতার গল্প রচয়িত হয়েছে। বিশ্বকাপ টাও সুখকর ছিলো না আফগানস্থানের সাথে শেষ ম্যাচ ওডিআইতে জয় ছিলো এরপর আর জয়ের দেখা পাচ্ছিলো না বাংলাদেশ। তাই জিম্বাবুয়ের সাথে এই সিরিজ ছিলো ঘুরে দাঁড়ানোর। সেটা যথাযথ ভাবে সফল ও হয়েছে টিম বাংলাদেশ।
একমাত্র টেস্টটিতে ইনিংস ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ। পাকিস্তান সফরের হতাশা ভুলে ব্যাটসম্যান রা ফিরেছে রানের ফোড়ায়।মুশফিক ছিলেন অপ্রতিরোধ্য।
এরপর ওডিআই তে ৩-০ তে সিরিজ জয়। নজর কাড়া পারফরমেন্স দেখিয়েছি তামিম-লিটন জুটি।এরপর টি২০ তেও লিটন যেনো ব্যাটিংয়ে সামর্থের সবটুকু ঢেলে দিয়েছেন। টি২০ অধিনায়ক রিয়াদ বলেছেন সবার রানে ফেরা টিম পারফরমেন্স সবকিছু মিলে দারুণ একটি সিরিজ হলো। এই জয়ে আত্নবিশ্বাস যোগাবে পাকিস্তান টেস্টে ও একমাত্র ওয়ানডেতে।