ঘরোয়া লিগ না খেললে জাতীয় দল থেকে বাদ!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

জাতীয় দলের ব্যস্ত সূচী থাকায় বেশিরভাগ সময়ই দেশের ঘরোয়া ক্রিকেটের লঙ্গার ভার্সনের টুর্নামেন্ট এনসিএল বা জাতীয় ক্রিকেট লিগ খেলতে পারেন না জাতীয় দলের ক্রিকেটাররা। কখনও লিগের মৌসুমে জাতীয় দলের সিরিজ না থাকলেও ক্রিকেটাররা বিশ্রামের অজুহাতে লিগ খেলা থেকে বিরত থাকেন। তবে সেই সময় বুঝি এবার ফুরিয়ে এলো।

অ্যাশেজ দিয়ে ইতোমধ্যে শুরু হয়ে গেছে টেস্ট চ্যাম্পিয়নশীপ। তবে বাংলাদেশ দলের টেস্ট চ্যাম্পিয়নশীপের ম্যাচ শুরু হয়ে এখনও আরও কয়েক মাস। নভেম্বরে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশীপে অংস নিবে বাংলাদেশ দল। ফলে ক্রিকেটারদের লঙ্গার ভার্সনে অভ্যস্ত করতেই মূলত এমন পরিকল্পনা করছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনা অনুযায়ী কোনো ক্রিকেটার যদি ৭৫ শতাংশ ন্যাশনাল লিগের ম্যাচ না খেলেন তাহলে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন না তারা। অর্থাৎ জাতীয় দলের মর্যাদার টেস্ট ম্যাচে খেলতে হলে এনসিএলের ৭৫ শতাংশ ম্যাচ খেলা বাধ্যতামূলক।

এমন প্রস্তাব এখনও অবশ্য পাস হয়নি বোর্ডের কাছে। তবে এই প্রস্তাব আগামী বোর্ড মিটিংয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

‘জাতীয় দলের ক্রিকেটাররা যেন কমপক্ষে ৭৫ শতাংশ ম্যাচ খেলে আমরা সেটাই চাচ্ছি। ঈদের পর এই বিষয়ে সভা হবে। সভায় সেটা চূড়ান্ত করার ব্যাপারে কথা বলবো।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »