গেইলের রেকর্ড ভাঙলেন রোহিত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টি-টোয়েন্টি ক্রিকেটে দিনকে দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে। আর বিশ্বে এমন অনেক ব্যাটসম্যানের আবির্ভাব হচ্ছে যারা নিজেকে টি-টোয়েন্টি স্পেশালিস্ট বা টি-টোয়েন্টির ফেরিওয়ালা হিসেবে পরিচিত করেছেন। তেমনি টি-টোয়েন্টি ক্রিকেটে আরেক হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে পরিচিত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইল।

ক্রিস গেইল আন্তর্জাতিক টি-টোয়েন্টি হোক বা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট সবখানে গেইল নিজেকে নিজে ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন বহুদূর। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেইলের একটি রেকর্ড ভেঙে ফেললেন ভারতের ওপেনার রোহিত শর্মা। ক্রিস গেইলকে টপকে এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখন সবচেয়ে বেশী ছক্কা মারার রেকর্ড গড়েছেন এই ভারতীয় ওপেনার।

এই মূহুর্তে চলমান ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের রোহিত শর্মা খেললেও খেলছেন না ক্রিস গেইল। তিনি এই মুহূর্তে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লীগ মাতাচ্ছেন। ক্রিস গেইল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫৮ ম্যাচে ছক্কা মেরেছেন ১০৫টি। আর রোহিত শর্মা ৯৬ ম্যাচে ছক্কা মেরেছেন ১০৭টি।

এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ভারতীয় ওপেনার রোহিত শর্মার দখলে। আর এবার ছক্কার রেকর্ডটা নিজের দখলে করে নিলেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »