নিউজ ডেস্ক »
বয়স মাত্র ৩৪ বছর। আর এই বয়সেই না ফেরার দেশে চলে গেলেন খুলনা জেলা ক্রিকেট দলের অধিনায়ক খুলনার ক্রীড়াঙ্গেনের প্রিয় মুখ কাজী রিয়াজুল ইসলাম কাজল। ভোর রাত তিনটায় যশোরে তার শ্বশুর বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে হাসপাতালে নেওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাজল। জানা যায়, সকাল ৯ টায় খুলনার খালিশপুর নিজ বাসার পাশে চরের হাট মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আর জানাজায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, সতীর্থ ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। কাজলের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে খুলনা জেলার ক্রীড়াঙ্গনে।
কাজী রিয়াজুল ইসলাম কাজল দীর্ঘদিন খুলনা জেলা দলের প্রতিনিধিত্ব করেছেন। খুবই বিনয়ী এই ক্রিকেটার নিজের খেলা আর ব্যবহার দিয়ে মানুষের মন জয় করে নিয়েছিলেন। হুট করে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট মহলে।
রিয়াজুল ইসলাম কাজলের সতীর্থ, শুভাকাঙ্ক্ষীরা চোখের জল ফেলছেন তার চিরবিদায়ে।
খুলনা জেলা দলের সাবেক অধিনায়ক কাজী রিয়াজুল ইসলাম কাজলের মৃত্যুতে নিউজ ক্রিকেট ২৪ ডট কম পরিবার শোকাহত।