https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট দলের বন্ধু। একটা সময় ছিলো যখন বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে বেশি খেলতো। বাংলাদেশের সাথে যখন কেউ খেলতে চাইতো না তখন এই জিম্বাবুয়ে বাংলাদেশকে সঙ্গ দিয়েছে। জিম্বাবুয়ে ক্রিকেট দল সর্বপ্রথম বিশ্বকাপে অংশ নেয় ১৯৮৩ সালে। আর এবার প্রথম জিম্বাবুয়েকে ছাড়া অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপ ক্রিকেট।
একটা সময় বেশ দাপটের সাথেই বিশ্ব ক্রিকেটে রাজত্ব করতো জিম্বাবুয়ে। তবে সময়ের পরিক্রমায় জিম্বাবুয়ে ক্রিকেট তার জৌলুস হারিয়ে ফেলেছে। তাদের দেশের ক্রিকেট বোর্ডের দুর্নীতি, খেলোয়াড়দের পাওনা সংক্রান্ত জটিলতা নিয়ে সমস্যায় বিশ্ব ক্রিকেটে জিম্বাবুয়ের অবস্থান অনেকটাই মলিন। তবে এখন আইসিসি জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করে দিয়েছে। জিম্বাবুয়ের ক্রিকেট এতটাই খারাপ অবস্থায় গিয়ে পড়েছে যে আইসিসি নিষেধ করতে বাধ্য হয়েছে।
এতদিন আইসিসির পূর্ণ সদস্যের দেশ ছিলো জিম্বাবুয়ে। ক্রিকেট বোর্ড পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সদস্যপদ হারায় জিম্বাবুয়ে। আর এ নিষেধাজ্ঞার কারণে আইসিসি থেকে কোনো অনুদান পাবে না জিম্বাবুয়ে। এতদিন আইসিসির কাছে থেকে ৯ মিলিয়ন পাউন্ড করে পেত জিম্বাবুয়ে এখন আর সেটি পাবে না তারা। জিম্বাবুয়ে এই নিষেধাজ্ঞার কারণে আইসিসির কোনো ইভেন্টেও অংশ নিতে পারবে না। লন্ডনে আইসিসির বার্ষিক সভায় এই সিদ্ধান্ত এসেছে।
-নাসিফুল হাসান সৌমিক