https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
জিম্বাবুয়ে ক্রিকেটের টালমাটাল অবস্থা চলে আসছিল দীর্ঘদিন ধরেই। দুর্নীতির কালো ছায়া জিম্বাবুয়ে ক্রিকেটের উপর পরার পর থেকেই মূলত টালমাটাল অবস্থা দাঁড়িয়েছিল দেশটির ক্রিকেটের। এক সময় দাপটের সাথে ক্রিকেট খেলে যাওয়া আইসিসির পূর্ণ সদস্য এই দেশটির সদস্য পদ স্থগিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আগামী তিন মাসের মধ্যে ক্রিকেট বোর্ডকে পুনরায় সুসংগঠিত করার জন্য সময়ও বেধে দেয়া হয়েছে তাদেরকে। তবে সাময়িক বহিষ্কার থাকায় আগামী বছর হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে হয়তো অংশ নাও নিতে পারে আফ্রিকা অঞ্চলের দেশটি।
এমন অনিশ্চয়তার মুখে পড়ে দেশটির ক্রিকেটার সিকান্দার রাজা এক টুইটার বার্তায় দিলেন অবসরের ইঙ্গিত।
রাজা তার টুইটার অ্যাকাউন্টের একটি পোস্টে লেখেন, ‘একটা সিদ্ধান্ত কিভাবে একটি দলকে ভিনদেশি বানাতে পারে। একটা সিদ্ধান্ত কীভাবে এতগুলো মানুষকে বেকার বানিয়ে দিতে পারে। একটা সিদ্ধান্ত কিভাবে এতগুলো পরিবারের উপর প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এভাবে বিদায় নিতে চাইনি।’
How one decision has made a team , strangers
How one decision has made so many people unemployed
How one decision effect so many families
How one decision has ended so many careers
Certainly not how I wanted to say goodbye to international cricket. @ICC pic.twitter.com/lEW02Qakwx— Sikandar Raza (@SRazaB24) July 18, 2019