ক্রিকেটের চেয়ে মানুষের জীবন বেশি মূল্যবান: সৌরভ গাঙ্গুলী

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাস মহামারি আকারে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। যার কারণে বিশ্বের ‍সকল ক্রীড়াঙ্গন এখন এক কাতারে এসে দাঁড়িয়েছে। ছোট-বড় সব ধরনের খেলাধুলা বর্তমানে বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে খেলাধুলা মাঠে গড়ানো কঠিন হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন এই মুহূর্তে ভারতে কোনো ধরনের ক্রিকেট মাঠে গড়ানোর পরিকল্পনা তিনি করছেন না।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলী একথা বলেছেন। ভারতের ক্রিকেট বোর্ড  প্রধান মনে করেন ক্রিকেটের চেয়েও মানুষের জীবনর মূল্য অনেক বেশি। এদিকে এরকম পরিস্থিতি চলতে থাকলে আগামী মে মাসে  দর্শকশূন্য স্টেডিয়ামে জার্মান ফুটবল লিগ ‍শুরু হওয়ার কথা শোনা যাচ্ছে।

সৌরভ গাঙ্গুলী বলেন, ‘জার্মানির সামাজিক বাস্তবতা আর ভারতের সামাজিক বাস্তবতা সম্পূর্ণই আলাদা। অদূর ভবিষ্যতে ভারতে কোনো ধরনের ক্রিকেট মাঠে গড়াবে না এটা বলতে পারি।। এর সঙ্গে অনেক যদি, কিন্তুর হিসেব জড়িয়ে আছে। মানুষের জীবনের ঝুঁকি নিয়ে যেখানে প্রশ্ন থাকে আমি বিশ্বাস করি কোনো ধরনের খেলাধুলার জায়গা সেখানে নেই।’

ভারতে এখন পর্যন্ত ২০ হাজার ১৭৮ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর এই ভাইরাসের কারণে মৃত্যুবরণ করেছে ৬৪৫ জন।

বাংলাদেশ সময়: ০৫:০০ পিএম

নিউজক্রিকেট/এসএমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্যসমূহ »

মন্তব্য করুন »