ক্রিকেটারদের ফিটনেস নিয়ে হতাশ পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মাঠের লড়াইয়ে সবসময় নিজের সেরা পারফরমেন্স দিতে ক্রিকেটারদের ভাল ফিটনেসের কোন বিকল্প নেই।অথচ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের বর্তমান ফিটনেস যাচ্ছেতাই অবস্থা।এবার ক্রিকেটারদের ফিটনেস নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই।বিসিবি সভাপতির মতে,টাইগারদের খারাপ পারফরমেন্সের প্রধান কারন প্লেয়ারদের ফিটনেস ঘাটতি।

ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি বলেন: এই মুহুর্তে সবচেয়ে বড় সমস্যা হিসেবে আমাদের মনে হচ্ছে প্লেয়ারদের ফিটনেস সমস্যা।প্লেয়ারদের মধ্যে আন্তর্জাতিক মানের যে ফিটনেস প্রয়োজন সেটা আমাদের প্লেয়ারদের মধ্যে নেই বললেই চলে।
কোচ রাসেল ডমিঙ্গো ক্রিকেটারদের ফিটনেস নিয়ে ব্যাপক হতাশ হয়ে আমাকে রিপোর্ট করেছে।কোচের মতে এমন ফিটনেস নিয়ে ভাল কিছু প্রত্যাশা করাটা কঠিন হয়ে দাঁড়াবে।তাই কোচ আমার কাছে খুব দ্রুত প্লেয়ারদের ফিটনেস নিয়ে পরিকল্পনা সাজাতে বলেছেন।

প্লেয়ারদের ফিটনেস নিয়ে এখন থেকে নজর দেওয়া উচিৎ বলে মনে করেন বিসিবি সভাপতি।
তাই সামনের পরিকল্পনা নিয়ে বিসিবি সভাপতি জানান: বিপ টেস্ট আমরা এখন হঠাৎ করে বাড়াতে পারবো না,আবার এখন যে অবস্থায় আছে সেটায়ও আমাদের তেমন লাভ হচ্ছে না, ফিটনেসে ঘাটতি থেকেই যাচ্ছে।ফিজিওর সাথে আলোচনা করে খুব দ্রুত প্লেয়ারদের ফিটনেস নিয়ে পরিকল্পনা এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।যে কোন প্রন্থায় হোক ফিটনেস সমস্যা দ্রুত কাটিয়ে তুলতে হবে আমাদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »