ক্রিকেটারদের দাবি ১১ দফা থেকে বেড়ে হল ১৩ দফা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিকেটাররা পুনরায় মিলন হয়েছেন, তারা সবাই এখন গুলশানের সিক্স সিজন্স হোটেলে অবস্থান করছেন। সেখানে বাংলাদেশের সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান আন্দোলনরত ক্রিকেটারদের মুখপাত্র হিসাবে সংবাদমাধ্যমের সামনে কথা বলেন। তিনি সেখানে ক্রিকেটারদের পক্ষে ১৩ দফা দাবি তুলে ধরেন তিনি।

ইতিমধ্যে ১৩ দফা দাবি সম্বলিত একটি চিঠি বিসিবিকে পাঠানো হয়েছে। মুখপাত্র নিশ্চিত করেছেন এটি কোন আইনি নোটিশ নয়।

ক্রিকেটারদের ১৩ দফা দাবিঃ-

১/ কোয়াবের বর্তমান কমিটিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, নতুন করে সভাপতি সহ সব ঠিক করতে হবে। প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করতে হবে।

২/ প্রিমিয়ার লিগ আগের মত করতে হবে, নিজেদের ডিল করতে দিতে হবে।

৩/ এ বছর না হোক, তবে পরের বছর থেকে আগের মত বিপিএল হতে হবে, স্থানীয় ক্রিকেটারদের দাম বাড়াতে হবে। শুধু বিদেশীদের দাম বাড়ালে চলবে না।

৪/ প্রথম শ্রেণির ম্যাচ ফি বাড়াতে হবে, বেতন বাড়াতে হবে, ১২ মাস কোচ ফিজিও দিতে হবে, প্রতি বিভাগে অনুশীলনের ব্যবস্থা করতে হবে।

৫/ রিমিউনারেশন বাড়াতে হবে। ভালো সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

৬/ চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা ও তাঁদের বেতন বাড়াতে হবে।

৭/ দেশি সব স্টাফদের বেতন বাড়াতে হবে, কোচ থেকে গ্রাউন্ডসম্যান, আম্পায়ার সবার বেতন বাড়াতে হবে।

৮/ ঘরোয়া ওয়ানডে লিগ বাড়াতে হবে, বিপিএলের আগে আরেকটি টি-টোয়েন্টি লিগ করতে হবে।

৯/ ঘরোয়া ক্যালেন্ডার আগে থেকেই ঠিক করতে হবে।

১০/ সব লিগে ক্রিকেটারদের পাওনা টাকা সময়ের মধ্যে দিতে হবে।

১১/ ফ্রাঞ্চাইজি লিগ দুইটার বেশি খেলা যাবে না, এমন নিয়ম তুলে দিতে হবে। সুযোগ থাকলে সবাই খেলবে।

১২/ বিসিবির যে রেভিনিউ জেনারেট হচ্ছে তার একটা অংশ ক্রিকেটারদের দিতে হবে।

১৩/ বাংলাদেশের নারী ক্রিকেটের জন্যও একই রকম নিয়ম প্রযোজ্য হবে। ক্রিকেটাররা মনে করে নারী ক্রিকেটাররাও সমান অধিকার ডিজার্ভ করে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »