ক্রিকেটারদের চুক্তির মেয়াদ কমছে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান সময়টা বেশ খারাপ যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্স তেমন আশাব্যঞ্জক নয়। বিশ্বকাপের বাজে পারফরমেন্স ও শ্রীলঙ্কা সিরিজে ব্যর্থতায় বিসিবি এক নতুন সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি ক্রিকেটারদের সাথে চুক্তির মেয়াদ কমাতে যাচ্ছে।

এতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি ) এর সাথে খেলোয়াড়দের চুক্তি হতো এক বছরের। এখন বিসিবি তা কমিয়ে আনছে ছয় মাসে। অর্থ্যাৎ এখন থেকে আর বিসিবির সাথে খেলোয়াড়দের চুক্তি এক বছরের নয় বরং ছয় মাসের মধ্যে।

ক্রিকেটারদের প্রতি মাসে বড় অঙ্কের বেতন দেয়া হয়। আর বেতন দেয়া হয় খেলোয়াড়দের যোগ্যতা ভিত্তিক পাঁচটি ক্যাটাগরিতে। ক্যাটাগরিগুলো হলো: এ+, এ, বি, সি, ডি। এ+ ক্যাটাগরিতে খেলোয়াড়দের বেতন দেয়া হতো ৪ লাখ টাকা, এ ক্যাটাগরিতে বেতন দেয়া হতো ৩ লাখ টাকা, বি ক্যাটাগরিতে খেলোয়াড়দের বেতন দেয়া হতো ২ লাখ টাকা, সিং ক্যাটাগরিতে খেলোয়াড়দের বেতন দেয়া হতো ১.৫ লাখ টাকা ও ডি ক্যাটাগরিতে খেলোয়াড়দের বেতন দেয়া হতো ১ লাখ টাকা।

বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ” নতুন চুক্তিতে খেলোয়াড়দের পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ। নতুন খেলোয়াড়রাও যুক্ত হতে পারে। আবার খেলোয়াড়দের শৃঙ্খলা বজায় রাখাও গুরুত্বপূর্ণ। আবার বাজে ফর্মের জন্য চুক্তি বাতিল হতে পারে। আগে চুক্তি ছিলো এক বছরের। আর ছয় মাসের চুক্তি হ্রাস বা বৃদ্ধি করার অধিকার অবশ্যই রাখি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »