নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ত্রিনিদাদে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। ক্যারিবীয়দের ২০০ রানের বড় ব্যবধানের হারিয়েছে হার্দিক পান্ডিয়ার দল।
ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৪৩ রান যোগ করেন ইশান কিশান ও শুবম্যান গিল। ইশান ৬৪ বলে ৭৭ রান করে আউট হন। এরপর রিতুরাজ গায়কোয়ট ৮ রান করে বিদায় নেন।
সানজু স্যামসন ও শুবম্যান তৃতীয় উইকটে জুটিতে আরও ৬৯ রান যোগ করেন। সানজু ৪১ বলে ৫১ রান করে আউট হন। এরপর শুবম্যান গিল ৮৫ রান করে প্যাভিলিয়নের ধরেন।
এরপর হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবের ঝড়ো গতির ব্যাটিংয়ে দলের স্কোর সাড়ে তিনশ হয়। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫১ রানের রড় সংগ্রহ পায় ভারত। ক্যারিবীয় বোলার রোমারিও শেফার্ড ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি ক্যারিবীয় ব্যাটাররা। ৩৫ দশমিক ৩ ওভারে ১৫১ রানের অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। গুদাকেশ মোতি সর্বোচ্চ ৩৯ রান করেন। ভারতের শার্দুল ঠাকুর ৪টি, মুকেশ কুমার ৩টি ও কুলদ্বীপ যাদব ২টি উইকেট নেন।
আরএ/নিউজক্রিকেট২৪