কোহলির ব্যাটে ভারতের দুর্দান্ত জয়

মমিনুল ইসলাম »

ভারতের সাথে টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হায়দ্রাবাদে মুখোমুখি হয় উইন্ডিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক কোহলি ও রাহুলের ব্যাটিং দৃঢ়তায় উইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিক ভারত।

২০৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই রোহিত শর্মাকে হারিয়ে বসে স্বাগতিক ভারত। দলীয় ৩০ রানে ১০ বলে মাত্র ৮ রান করে পিয়েরের বলে সাজঘরে ফিরেন রোহিত। তবে রোহিতের বিদায়ের পর জয়ের ভিত তৈরী করে বসে কোহলি ও রাহুল। কোহলি ও রাহুল মিলে গড়েন শত রানের জুটি। ৪ ছয় ও ৫ চারের সাহায্যে ৪০ বলে ৬২ রান করে পিয়েরের বলে ফিরে গেলে ভাঙ্গে তাদের ১০০ রানের জুটি। রাহুল বিদায় নিলেও একপ্রান্তে দাঁড়িয়ে থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কোহলি।

রিশাব পান্ট ও শ্রেয়াস আয়ার সুযোগ পেলেও শেষ করে আসতে ব্যর্থ হন তারা। ৯ বলে ১৮ রান করে কটরেলের বলে ফিরে যান তিনি আর ৪ রান করেন শ্রেয়াস । তবে দলকে শেষ পর্যন্ত জিতিয়ে মাঠ ছাড়েন কোহলি। ৬ ছক্কা ও ৬ চারের সাহায্যে ৫০ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন কোহলি। ৮ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। উইন্ডিজের হয়ে দুটি উইকেট নেন পিয়েরে।

এর আগে টসে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই লেন্ডন সিমন্সকে হারিয়ে বসে উইন্ডিজ। দিপক চাহারের দ্বিতীয় বলেই রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ৪ বলে ২ রান করে ফিরে যান। সিমন্সের বিদায়ের পর এভিন লুইসের সাথে প্রতিরোধ গড়ে তোলে ব্রেন্ডন কিং। লুইস ও ব্রেন্ডনের জুটি থেকে আসে ৪১ রান। ওয়াশিংটন সুন্দরের বলো এলবিডব্লিউ হওয়ার আগে ৪ ছয় ও ৩ চারের সাহায্যে ১৭ বলে ৪০ রান করেন। দুর্দান্ত শুরুর পরও শেষ করতে পারেননি ব্রেন্ডন। ১ ছয় ও ৪ চারের সাহায্যে ২৩ বলে ৩১ রান করে জাদেজার বলে ফিরে যান।

চতুর্থ উইকেট জুটিতে উইন্ডিজদের বড় সংগ্রহের পথটা সহজ করে দেন শিমরোন হেইটমায়ার ও কাইরোন পোলার্ড। পোলার্ড ও হেইটমায়ার মিলে ৭১ রানের জুটি গড়েন। ৪ ছক্কা ও ২ চারের সাহায্যে ৪১ বলে ৫৬ রান করে সাজঘরে ফিরলে ভাঙ্গে পোলার্ডের সাথে ৭১ রানের জুটি। হেইটমায়ারের বিদায়ের ১ রান পরেই বিদায় নেন কাইরোন পোলার্ডও। ৪ ছক্লা ও ১ চারের সাহায্যে ১৯ বলে ৩৭ রান করে চাহালের বলে ফিরে যান পোলার্ড। শেষ দিকে হোল্ডার ও রামদিনের ক্যামওিতে দুইশ পেরিয়ে যায় উইন্ডিজ।

২ ছক্কা ও ১ চারের সাহায্যে ৯ বলে ২৪ করেন হোল্ডার আর ৭ বলে ১১ রান করেন দিনেশ রামদিন। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে উইন্ডিজ। ভারতের হয়ে ২ টি উইকেট নেন চাহাল আর একটি করে উইকেট নেন জাদেজা, চাহার ও সুন্দর।

 

সংক্ষিপ্ত স্কোর কার্ড :

 

উইন্ডিজ: ২০৭/৫ ( ওভার ২০)

হেইটমায়ার ৫৬, লুইস ৪১, চাহাল ২/ ৩৬

ভারত : ২০৯/৪ ( ওভার ১৮.৪)

কোহলি ৯৪ *, রাহুল ৬২, পিয়েরে ২/৪৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »