https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন হতে যাচ্ছে। জাতির জনকের এই জন্মদিনকে স্বরনীয় করে রাখতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বছরটিকে ঘোষণা করা হয়েছে মুজিব বর্ষ হিসেবে। বিশেষ এই বছরটিকে স্বরণ করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও।
এশিয়া একাদশ বনাম অল স্টার একাদশের মধ্যে দুইটি টি-২০ ম্যাচ আয়োজনের জন্য আইসিসির পক্ষ থেকে অনুমোদনও দেয়া হয়েছে বিসিবিকে। এই ম্যাচ দুটি আয়োজন করতে বিসিবিও নেমেছে বেশ আটঘাট বেঁধেই।
এই ম্যাচ দুইটি আয়োজনের জন্য ইংল্যান্ডের ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে ইতোমধ্যেই দুই মিলিয়ন ডলারের চুক্তিও হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা কোম্পানিটির সাথে ভারতের অধিনায়ক বিরাট কোহলি চুক্তিবদ্ধ হয়েছে এমন খবর প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া। শুধু তাই নয় মোহাম্মদ আমির ও লাসিথ মালিঙ্গার মত ক্রিকেটাররাও চুক্তি করেছে বলে জানা গেছে।
এদিকে সবকিছু ঠিক থাকলে এশিয়া একাদশের হয়ে মাঠে নামতে পারেন সাকিব আল হাসানও। তাই সাকিব, আমির, কোহলি, মালিঙ্গাদের এবার দেখা যাবে একই দলের হয়ে খেলতে।