নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতীয় জাতীয় ক্রিকেট দলের বর্তমানে তিণ ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পালন করছেন বিরাট কোহলি। ভারতের এই অধিনায়কের অধীনে বেশ ভালো করে চলছে ভারত। কোহলি অনেক সাহসী সিদ্ধান্ত নিয়ে থাকেন। তার এই সাহসী সিদ্ধান্তের জন্য তিনি অনেক প্রশংসা কুড়িয়েছেন। তবে তার এই সাহসী সিদ্ধান্তের জন্য সে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দলের বাহিরে রাখেন।
ভারতীয় দলে বিরাট কোহলি বর্তমানে ব্যাটিং শক্তি বাড়ানোর দিকে বেশি নজর দিচ্ছে। আর তার জন্য সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে দুইটি টি-টোয়েন্টি সিরিজে দলে নেয়া হয়নি ভারতের স্পিন ভরসার দুজন কুলদ্বীপ যাদব এবং যুদবেন্দ্র চাহাল।
এবার এ দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দলে ফেরানোর জন্য বিরাট কোহলিকে আহ্বান করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। সৌরভ গাঙ্গুলী বলেছেন যে যেন সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করে হলেও এ দুজনকে দলে ফেরানোর উচিত। অন্য খেলোয়াড়দের মতো এ দুজনের ক্ষেত্রে ততটা কঠোর হওয়া যাবে না।
সৌরভ গাঙ্গুলী বলেছেন, ” ভারতীয় দল খুব ভালো পারফরমেন্স করে চলেছে। তারা বিশ্বের যেকোনো জায়গায় ভালো করতে সক্ষম। তবে বিরাট কোহলির উচিত হবে এই টি-টোয়েন্টি ফরম্যাটে দুজনকে ফিরিয়ে আনা। আমার মনে হয় এ মুহূর্তে ভারতীয় দলে দুজন বাহাতি স্পিনারের কোনো প্রয়োজন নেই। আর সামনে টেস্ট শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আশা করি এ দুজনকে ফিরিয়ে আনা হবে।”