কোচের নির্দেশনা মেনে অনুশীলনে আফিফ

নিউজ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন। এখন তিনি সামনের দিনগুলোর জন্য নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত। এজন্য মিরপুরে আরো অনেক ক্রিকেটারের মতো ব্যক্তিগত অনুশীলন করে চলেছেন।

তবে, এর আগে করোনার কারণে যখন লকডাউন চলছিল তখন ঘরে বসে শুধু শুধু সময় পার করেননি আফিফ। বিসিবি কর্তৃক দেয়া নিয়ম মেনে নিজেকে ফিট রাখার চেষ্টা করেছেন। এছাড়া সদ্য পদত্যাগ করা বাংলাদেশ দলের ব্যাটিং কোচ নেইল ম্য্যাকেঞ্জির কাছ থেকে অনলাইনে বিভিন্ন ধরনের পরামর্শ নিয়েছেন। সেই পরামর্শ অনুযায়ীই এখন তিনি অনুশীলন করছেন।

আফিফ হোসেন বলেছেন, ‘লকডাউনের সময়টা অবশ্যই কঠিন গিয়েছে। আমাদের কোচিং স্টাফ, ট্রেনাররা যেসব সূচি তৈরি করে দিয়েছেন, তা বাসায় করার চেষ্টা করেছি। এছাড়া অনলাইনে যে সব সভা হয়েছে, সেগুলো অনেক বুস্ট আপ করেছে। আর এখন মিরপুর এসে অনুশীলন করতে পেরে ভালো লাগছে। নিজের যে সব সেশন দরকার, তা করতে পারছি। আশা করি এগুলো সামনে ভালো কাজে দেবে।’

লকডাউনের সময় তেমন কিছু করতে না পারলেও সাবেক ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জির কাছ থেকে অনলাইন আলোচনায় যতটা সম্ভব ব্যাটিং টেকনিকটা ঝালিয়ে নিতে চেষ্টা করেছেন আফিফ। আফিফের বিশ্বাস, ওই সময়টায় তার ব্যাটিং টেকনিকের কিছুটা উপকারও হয়েছে।

ম্যাকেঞ্জি তাকে বেশ ভালো কিছু পরামর্শ দিয়েছেন উল্লেখ করে এই অলরাউন্ডার বলেন, ‘লকডাউনের সময়টাতে আসলে ব্যাটিং নিয়ে চিন্তা করার অনেক সময় পেয়েছি। আমাদের যে সাবেক ব্যাটিং কোচ ছিলেন নেইল ম্যাকেঞ্জি, তার সাথে অনলাইনে আলোচনায় ব্যাটিংয়ের কিছু টেকনিক নিয়ে কাজ করেছি। আর ওগুলোই আপাতত করার চেষ্টা করছি। ওগুলো ফিক্স করতে পারলে হয়তো আরও বেটার পারফর্ম করতে পারব।’

নিউজক্রিকেট/আজহার

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »