https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন হেড কোচ শূন্য অবস্থাতেই রয়েছে। বিশ্বকাপের পর স্টিভ রোডসকে ছাঁটাই করা হলে কাউকে তার স্থলাভিষিক্ত করতে পারেনি বোর্ড। তবে সেই অপেক্ষা এবার বুঝি ফুরালো। আর মাত্র দুইদিনের মধ্যেই জানা যাবে সাকিব-মাশরাফিদের গুরু দায়িত্ব কে নিতে যাচ্ছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোচ নিয়োগের ক্ষেত্রে বরাবরই দূরদর্শীতার পরিচয় দিয়ে আসছে। চন্ডিকা হাথুরুসিংহেকে বিদায় করে দেয়ার পর দীর্ঘদিন পুরো দল ছিল কোচ বিহীনভাবে। শেষ পর্যন্ত গ্যারি কারস্টেনের পরামর্শে নিয়োগ দেয়া হয় স্টিভ রোডসকে। বিশ্বকাপে প্রত্যাশা মেটাতে না পারায় শেষ পর্যন্ত বরখাস্ত হয়েছেন এই ইংলিশম্যান।
এদিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে পূর্ন মেয়াদে একজন কোচ মেলানো যে একটু কঠিন কাজ সেটাও হারে হারে টের পাচ্ছে বিসিবি। বিসিবির সংক্ষিপ্ত তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে সাক্ষাৎকার দিয়ে গেছেন রাসেল ডোমিঙ্গো। চলতি সপ্তাহে মাইক হেসনের সাক্ষাৎকার দেয়ার কথা থাকলেও ভারত জাতীয় দলের কোচের সাক্ষাৎকার দিতে তিনি যাচ্ছেন ভারতে। তাই অপেক্ষা হয়ত আরও একটু বাড়তে পারত। কিন্তু বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন আগামী দুইদিনের মধ্যেই জানা যাবে হেড কোচের নাম।
তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগেই আমরা কোচ আনতে চাই। কোচ হিসেবে কাউকে চূড়ান্ত করার আগে অনেক বিষয় থাকে। কেউ ১০০ দিন কাজ করতে চাইলে আমরা সেটায় রাজি নই। এই ব্যাপারগুলোর জন্যই মূলত দেরি হচ্ছে। দুইদিনের মধ্যেই হয়ে যাবে বলে আশা করছি।’
‘কেউ ঝুলিয়ে রাখতে চাইলে তো আর আমরা ঝুলে থাকতে পারব না। কে কাকে নিয়োগ দিল সেটাও দেখার সময় নেই। টেলিকনফারেন্সে সম্ভাব্য কোচদের সাথে যোগাযোগ করেছি। খুব দ্রুতই ঘোষণা আসতে যাচ্ছে। আমরা দুইদিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিব। আর বেশি দিন অপেক্ষা করতে চাই না আমরা।’– বলেন জালাল ইউনুস