‘কে জানত নিজেরাই চলে যাবে স্বপ্নপুরিতে!’

নিউজ ডেস্ক »

সকলের কাছেই রাজধানী স্বপ্নের শহর। স্বপ্নবাজ মানুষগুলো ভীড় করে এই স্বপ্নের শহরে। তবে কে জানতো নিজেরাই হয়ে যাবে এক দুঃস্বপ্নের সাক্ষী। গতকাল থেকে সংবাদ শিরোনামে এই খবরটিই প্রচারিত হচ্ছে খুব করে৷ ২০২০ সালটা ভুলে যেতে চাইবে গোটা বিশ্ব বিশেষ করে বাংলাদেশ।

একের পর এক ঘটনা দূর্ঘটনা ঘটেই যাচ্ছে দেশে। সাধারণ মানুষ থেকে শুরু করে চাঞ্চল্য সৃষ্টি করেছে ক্রিকেটারদের মনেও৷ মুশফিকুর রহিম তো এই বছরটিকে ভালো না বলেই আখ্যায়িত করেছেন। রুবেল হোসেনও এসব ঘটনায় শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছেন। এক পোস্টে রিবেল লেখেন, ‘এসেছিলো স্বপ্নের নগরীতে বেঁচে থাকার আশায়। কে জানত নিজেরাই চলে যাবে স্বপ্নপুরিতে। অত্যন্ত হৃদয় বিদারক মর্মান্তিক একটি দুর্ঘটনা। বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। হে মহান আল্লাহ আপনি সকল নিহতের পরিবারকে এই শোক সামলে ওঠার শক্তি দান করুন। আমিন।’

উল্লেখ্য, সোমবার (২৯’শে জুন) সকালে মুন্সীগঞ্জ থেকে আসা লঞ্চটি কে ময়ূর-২ নামক লঞ্চে ধাক্কা দিলে সেখানেই উল্টে পরে লঞ্চটি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ মোট ৩২টি লাশ উদ্ধার করেছে ডুবুরি দল৷ তবে সবথেকে স্বস্তির খবর হলো গতকাল রাতে প্রায় ১৩ ঘন্টা পরে সুমন নামক এক ব্যক্তিকে অবিশ্বাস্য ভাবে জীবিত উদ্ধার করা হয়। এছাড়াও ময়ূর-২ লঞ্চের মালিকসহ ৬ জনের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »