কেড়ে নেয়া হচ্ছে ডু প্লেসিসের নেতৃত্ব!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপে ফেভারিটদের তালিকায় দক্ষিণ আফ্রিকার নাম হয়তো অনেক ক্রিকেট বোদ্ধারাই উচ্চারন করেছিলেন মনের অজান্তেই। কেননা বিশ্বকাপ শুরুর আগে আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে তিনে অবস্থান করছিলো ডু প্লেসিসের দল।

তবে বিশ্বকাপে এসে যেন ম্লান হতে থাকে দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স। নিজেদের নামের প্রতি সুবিচার করতে না পেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সেমি ফাইনালের আগেই। আর এই ব্যর্থতার জন্যই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ঢেলে সাজাচ্ছে নিজেদের ক্রিকেটকে। যার অংস হিসেবে কেড়ে নেয়া হচ্ছে ডু প্লেসিসের নেতৃত্ব।

চলমান টেস্ট চ্যাম্পিয়নশীপের ক্ষেত্রে এখনও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে রাখা হয়েছে প্লেসিসকেই। তবে রঙিন পোশাকের দুই ফরম্যাটে ভিন্ন দুই অধিনায়কের দিকে নজর প্রোটিয়া ক্রিকেট বোর্ডের।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত পরিচালক। ভেন জিল বলেন , ‘২০২৩ বিশ্বকাপের দিকে আমরা নজর দিচ্ছি। ২০২৩ বিশ্বকাপের ক্ষেত্রে আমরা নতুন কৌশল নিয়েই এগিয়ে যেতে চাই। দলের অধিনায়কত্ব নিয়ে আমরা নতুন করে আলোচনা করছি। আমাদের প্রবর্তী সভায় এই ব্যাপারে চূড়ান্ত আলোচনা হবে।’

‘টেস্ট ক্রিকেটে ডু প্লেসিই অধিনায়ক হিসেবে থাকছে। ২০২৩ সালে দলকে নেতৃত্ব দিতে পারবে এমন একজন অধিনায়ককে খুঁজছি আমরা।’– বলেন ভেন জিল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »