https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
১৯৭৫-২০১৫ পর্যন্ত এগারোটা বিশ্বকাপ হয়েছে তবে ক্রিকেটের আবিষ্কারক ইংল্যান্ডরা একবারো তাদের ঘরে সোনালী ট্রফি তুলতে পারেনি। তবে সেই অপেক্ষার অবসান ঘটলো এবারের ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে এসে। ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ইংল্যান্ডের ঘরের মাঠে। শুধু ঘরের মাঠ বলে নয় প্রকৃত অর্থেই এবারের বিশ্বকাপে সবচেয়ে হট ফেবারিট ছিলো। ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ হলো বিশ্বসেরা এবং তাদের বোলিং লাইন আপ বিশ্বসেরা। আর তরুণ জোফরা আর্চারের কথা আলাদা করে বলতেই হয়। এবারের বিশ্বকাপে মধ্যখানে এসে বাদ পড়ার একটি সম্ভাবনা থাকলেও সেটি হয়নি। ইংলিশরা শেষদিকে দুর্দান্ত খেলে সেমিফাইনালে জায়গা করে নেয়। আর সেমিতে এসে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অষ্ট্রেলিয়াকে বিদায় করে দিয়ে ফাইনালে জায়গা করে নেয় ইংলিশরা। আর ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করে ইংল্যান্ড প্রথমবারের মতো বিশ্বজয় করে নেয় ইংলিশরা।
তো চলুন দেখে নেয়া যাক কেমন ছিলো এবারের বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের পারফরম্যান্স:
ম্যাচ: ১
হার: ৩
ড্র: ০
কোনো ফলাফল হয়নি: ০
লীগে পয়েন্ট: ১২
দলীয় সর্বোচ্চ: ৩৯৭/৬, আফগানিস্তানের বিপক্ষে, ম্যানচেস্টারে, ( ১৮ই জুন ২০১৯ )
দলীয় সর্বনিম্ন: ২১২/১০, শ্রীলঙ্কার বিপক্ষে, লিডসে, ( ২১ জুন ২০১৯ )
ম্যাচ সমষ্টি: সর্বোচ্চ: ৬৮২, পাকিস্তানের বিপক্ষে, উইকেট: ১৭, ওভার: ১০০, নটিংহ্যামে ( ৩ জুন ২০১৯ )
সর্বনিম্ন: ৪২৫, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, উইকেট: ১২, ওভার: ৭৭.৫, সাউদাম্পটন ( ১৪ জুন ২০১৯ )
বড় জয়: রানে: ১৫০ রানে, আফগানিস্তানের বিপক্ষে, ম্যানচেস্টারে ( ১৮ জুন ২০১৯ )
উইকেট: ৮ উইকেটে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সাউদাম্পটন ( ১৪ জুন ২০১৯ )
সর্বোচ্চ অতিরিক্ত রান: ১৮ রান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সাউদাম্পটন ( ১৪ জুন ২০১৯ )
ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে সেরা ব্যাটসম্যান ছিলেন জো রুট। চলুন দেখে নেয়া যাক কেমন ছিলো জো রুটের পারফরম্যান্স
ম্যাচ: ১১
ইনিংস: ১১
নট আউট: ২
রান: ৫৫৬
সর্বোচ্চ: ১০৭
গড়: ৬১.৭৭
স্ট্রাইক রেট: ৮৯.৫৩
হাফ সেঞ্চুরি: ৩
সেঞ্চুরি: ২
ডাক: ০
বাউন্ডারি: ৪৮
ওভার বাউন্ডারি: ২
ইংল্যান্ডের বোলিং লাইন আপে তাদের সেরা বোলার ছিলেন তাদের দলের তরুণ বোলার জোফরা আর্চার। চলুন দেখে নেই কেমন ছিলো এবারের বিশ্বকাপে জোফরা আর্চারের পারফরম্যান্স:
ম্যাচ: ১১
ইনিংস: ১১
ওভার: ১০০.৫
মেইডেন: ৮
রান: ৪৬১
উইকেট: ২০
সেরা বোলিং ফিগার: ৩/২৭
গড়: ২৩.০৫
ইকোনমি: ৪.৫৭
স্ট্রাইক রেট: ৩০.২
৫ উইকেট: ০
বিশ্বকাপের ইতিহাসে ৪৪ বছরে ইংল্যান্ডের একটি আক্ষেপ ছিলো একটি আর তা হলো ক্রিকেটের আবিষ্কারক হয়েও বিশ্বকাপ তাদের ঘরে তুলতে পারে নি। কিন্তু এবারের বিশ্বকাপে সেই আক্ষেপ ঘুচেছে ইংলিশদের। এই ইংল্যান্ডের ট্রফি নেওয়ার পেছনে আরো একজনের বড় অবদান হলো বেন স্টোকসের। বিশেষত ফাইনালে বেন স্টোকসের বুদ্ধিদীপ্ত ইনিংস খেলে বিশ্বকাপ জিততে সহায়তা করে। ইংল্যান্ডরা ২০১৫ বিশ্বকাপের পর নিজেদের যেভাবে বদলেছে তাতে এবারের বিশ্বকাপের ট্রফিটা ইংল্যান্ডরা ডিসার্ভ করে। অভিনন্দন নতুন দল হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জেতার জন্য।
-নাসিফুল হাসান সৌমিক