কেমন কাটলো আফগানদের বিশ্বকাপ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

২০১৯ আইসিসি বিশ্বকাপ ছিলো আফগানিস্তানের জন্য দ্বিতীয় বিশ্বকাপ। আফগানরা তাদের প্রথম বিশ্বকাপ খেলে ২০১৫ সালে। তবে ২০১৯ এর বিশ্বকাপ আফগানিস্তান যতদ্রুত সম্ভব ভুলে যেতে চাইবে। কারণ যদি সকলকে জিজ্ঞাসা করা হয় এবারের বিশ্বকাপে সবচেয়ে হতভাগা দল কে? তাহলে উত্তরটা সবার আগে সকলেই বলবে আফগানিস্তান। কারণ তারা যে ৯টি ম্যাচ খেলেছে সেই ৯টি ম্যাচই হেরেছে আফগানরা। এমনকি আফগানদের কোনো ম্যাচ বৃষ্টিতেও পরিত্যক্ত হয়নি যে তারা ১ পয়েন্ট পাবে।‌ তাই এবারের বিশ্বকাপে আফগানিস্তান দশ দলের মধ্যে দশম অবস্থানে থেকে শূন্য হাতে ফিরতে হচ্ছে।

এবার এক নজরে দেখে আসা যাক কেমন কাটলো আফগানদের বিশ্বকাপ যাত্রা:

ম্যাচ: ৯
জয়: ০
হার: ৯
কোনো ফলাফল হয়নি: ০

সর্বোচ্চ দলীয় স্কোর: ২৮৮/১০, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে , লিডসে ( ৪ জুলাই ২০১৯ )

সর্বনিম্ন দলীয় স্কোর: ১২৫/১০, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, কার্ডিফে ( ১৫ই জুন ২০১৯ )

ম্যাচের সমষ্টি:
সর্বোচ্চ: ৬৪৪ , ইংল্যান্ডের বিপক্ষে, ১৪টি উইকেট, ওভার: ১০০, ম্যানচেস্টার ( ১৮ই জুন ২০১৯ )

সর্বনিম্ন: ২৫৬, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ১১টি উইকেট,‌ ওভার: ৬২.৫, কার্ডিফে ( ১৫ই জুন ২০১৯ )

সর্বোচ্চ অতিরিক্ত রান: ১৮, পাকিস্তানের বিপক্ষে, লিডসে ( ২৯শে জুন ২০১৯ )

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ- ২০১৯ এ আফগানিস্তানের সেরা ব্যাটসম্যান ছিলো রহমত শাহ। রহমত শাহ এর এবারের পারফরম্যান্স দেখে নেয়া যাক এক নজরে:

ম্যাচ: ৯
ইনিংস: ৯
নট আউট: ০
রান: ২৫৪
সর্বোচ্চ: ৬২
গড়: ২৮.২২
স্ট্রাইক রেট: ৬৫.১২
হাফ সেঞ্চুরি: ১
সেঞ্চুরি: ০
বাউন্ডারি: ৩১
ওভার বাউন্ডারি: ১

এইবারের বিশ্বকাপে আফগানদের বোলিং ত্রয়ী নিয়ে আলোচনা হচ্ছিলো।‌ রশিদ খান, মুজিবুর রহমান ও মোহাম্মদ নবীকে হচ্ছে তাদের স্পিন ত্রয়ী। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন রশিদ খান। তবে নিজের নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারেননি। তবে আফগানদের বোলিংয়ে এবারের টপ বোলার ছিলেন অল-রাউন্ডার মোহাম্মদ নবী।

এবার দেখে নেয়া যাক মোহাম্মদ নবীর বোলিং পারফরম্যান্স:

ম্যাচ: ৯
ইনিংস: ৯
ওভার: ৭২.৪
মেইডেন: ০
রান: ৩৩৫
উইকেট: ১০
সেরা বোলিং ফিগার: ৪/৩০
গড়: ৩৩.৫০
ইকোনমি: ৪.৬১
স্ট্রাইক রেট: ৪৩.৬

এবারের বিশ্বকাপে আফগানরা বাছাই পর্ব পার করেই এসেছিলো। দশ দলের বিশ্বকাপে যোগ্যতা দিয়েই সকলে অংশ‌ নিয়েছে। আফগানরা‌‌ ক্রিকেট বিশ্বে অনেক দ্রুত উন্নতি করেছে। অন্য সকল দলের মতো আফগানিস্তানো ভালো করতে চেয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তবে ভবিষ্যতে তারা আরো ভালো করবে আশা করা যায়।

-নাসিফুল হাসান সৌমিক

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »