নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে সফল দল কে? উত্তরটা সকলেই এক সেকেন্ডে দিবেন অষ্ট্রেলিয়া। কেনই বা হবে না? ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বেশি ৫ বার বিশ্বকাপ নেওয়ার কৃতিত্বটা একমাত্র অজিদের। তাদের মতো এতোবার কেউ সোনালী ট্রফি ছুঁতে পারেনি।
ক্রিকেট বিশ্বে টানা ৩ বার চ্যাম্পিয়ন হবার একমাত্র রেকর্ডটা অজিদেরই। আর ১৯৯৯-২০১০ টানা ১১ বছর বিশ্বচ্যাম্পিয়ন তকমাটা ছিলো অজিদের। অজিরা প্রথম বিশ্বকাপ জয় করে ১৯৮৭ সালে এরপর ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং সর্বশেষ ২০১৫ সালে।
অজিদের ক্রিকেট ইতিহাসে অনেক গ্রেট খেলোয়াড় এসেছে। এইবারের বিশ্বকাপেও হট ফেভারিট ছিলো অজিরা। যদিও গতবছর ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের নিষেধাজ্ঞার পরও দলটা কিছুটা হলেও ধাক্কা খায়। তবে এ বছরের শুরু থেকে দলটা আবারো তাদের চিরচেনা রূপে ফিরে আসে। তবে বিশ্বকাপে রাউন্ড রবিন লীগে ২য় অবস্থানে থেকে শেষ করলেও সেমিতে গিয়ে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় মাইটি অজিরা।
চলুন দেখে নেয়া যাক কেমন ছিলো অষ্ট্রেলিয়ার এবারের বিশ্বকাপ পারফরম্যান্স;
ম্যাচ: ১০
জয়: ৭
হার: ২
ড্র: ০
ফলাফল হয়নি: ১
লীগে পয়েন্ট: ১৫
দলীয় সর্বোচ্চ: ৩৮১/৫ , বাংলাদেশের বিপক্ষে, নটিংহ্যামে (২০ জুন ২০১৯)
দলীয় সর্বনিম্ন: ২০৯/৩, আফগানিস্তানের বিপক্ষে, ব্রিস্টলে (১ জুন ২০১৯)
সর্বোচ্চ অতিরিক্ত রান: ২৭ রান , ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে , নটিংহ্যামে (৬ জুন ২০১৯)
ম্যাচ সমষ্টি:
সর্বোচ্চ: ৭১৪, বাংলাদেশের বিপক্ষে, উইকেট: ১৩, ওভার: ১০০, নটিংহামে (২০ জুন ২০১৯)
সর্বনিম্ন: ৪০০, নিউজিল্যান্ডের বিপক্ষে, উইকেট: ১৯, ওভার: ৯৩.৪, লর্ডসে (২৯ জুন ২০১৯)
সর্বোচ্চ জয়:
রানে: ৮৭ রানে, শ্রীলঙ্কার বিপক্ষে, ওভালে (১৫ জুন ২০১৯)
উইকেটে: ৭ উইকেটে, আফগানিস্তানের বিপক্ষে, ব্রিস্টলে (১ জুন ২০১৯)
অষ্ট্রেলিয়ার এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে তাদের সেরা ব্যাটসম্যান ছিলেন ওপেনার ডেভিড ওয়ার্নার। এমনকি সকল ব্যাটসম্যানদের মধ্যে ওয়ার্নারের অবস্থান ২য়।
তো দেরি কেন দেখে নেয়া যাক ডেভিড ওয়ার্নারের এবারের বিশ্বকাপের পারফরম্যান্স;
ম্যাচ: ১০
ইনিংস: ১০
নট আউট: ১
রান: ৬৪৭
সর্বোচ্চ: ১৬৬
গড়: ৭১.৮৮
স্ট্রাইক রেট: ৮৯.৩৬
হাফ সেঞ্চুরি: ৩
সেঞ্চুরি: ৩
ডাক: ০
বাউন্ডারি: ৬৬
ওভার বাউন্ডারি: ৮
অষ্ট্রেলিয়ার এবারের বিশ্বকাপে সেরা বোলার ছিলেন মিচেল স্টার্ক। এমনকি এবারের বিশ্বকাপে স্টার্ক সকল বোলারদের মধ্যে সেরা। বিশ্বকাপ শেষে সে শীর্ষে থাকবে আশা করা যায়।
চলুন দেখে নেয়া যাক এবারের বিশ্বকাপে মিচেল স্টার্কের বোলিং পারফরম্যান্স;
ম্যাচ: ১০
ইনিংস: ১০
ওভার: ৯২.২
মেইডেন: ৫
রান: ৫০২
উইকেট: ২৭
সেরা বোলিং: ৫/২৬
গড়: ১৮.৫৯
ইকোনমি: ৫.৪৩
স্ট্রাইক রেট: ২০.৫
৫ উইকেট: ২ বার
এবারের বিশ্বকাপে অষ্ট্রেলিয়া রাউন্ড রবিন লীগে ২য় স্থানে থেকে শেষ করেছে। তবে সেমিতে গিয়ে স্বাগতিক ইংল্যান্ডের কাছে কাঁটা পড়েছে। তবে এবারের বিশ্বকাপে অজিরা ফেভারিট ছিলো। আর অজিরা অলটাইম ফেভারিট। পরবর্তী বিশ্বকাপে অজিরা ভালো করবে আশা করা যায়।